আগামী ২ জুলাই আত্নপ্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডদল ‘রানার’

প্রথম পাতা » প্রধান সংবাদ » আগামী ২ জুলাই আত্নপ্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডদল ‘রানার’
শুক্রবার, ২৮ জুন ২০১৯



---টি আই স্বপন।। ভোলাবাণী বিনোদনঃ

সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এইচ এম রানা দর্শক-শ্রোতাদের জন্য গড়ে তুলেছেন ব্যান্ডদল ‘রানার’। যা আগামী ২ জুলাই বিটিভির জনপ্রিয় রক মিউজিক্যাল শো ‘রক এন্ড রোলে’র মাধ্যমে অফিশিয়ালি আত্নপ্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডদল ‘রানার’।

এই শো’য়ের মাধ্যমে ব্যান্ডদল ‘রানার’ ৯ টি নতুন গান দর্শক-শ্রোতাদের উপহার দিবেন। গাইবেন হারানো দিনের কিছু গানও।

‘রানার’ ব্যান্ড দলের ভোকাল ও মিডিয়া ম্যানেজার এইচ এম রানা বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের মতো একটি জাতীয় সম্প্রচার মাধ্যমে আমার ব্যান্ডের প্রথম একক ব্যান্ড শো হতে যাচ্ছে যা আমার জন্য সত্যি খুবই আনন্দের এবং গর্বের।’

শিল্পী রানা বলেন, ‘নিউ-ইয়র্কে পড়াশোনা করার সময় ২০১৩ সালে সর্বপ্রথম ব্যান্ড ‘রানার’ এর যাত্রা শুরু করেছিলাম। ব্যান্ড একটি পুরোপুরি টিম ওয়ার্ক। আর সেই সময় নিজের ব্যস্ততা, ক্যারিয়ার ও পড়াশোনার জন্য ব্যান্ড দলটি নিয়ে তেমন কাজ করতে পারিনি।

কিন্তু মনের ভেতর একটা অসহ্য পাগলামি আর উত্তেজনা কাজ করতো কবে আবার ব্যন্ডটাকে রিফর্ম করবো। ভাবতাম একটু সময় পেলেই আবার পুরোদমে ব্যান্ড দলটি দাঁড় করাবো।

অবশেষে দেশে ফিরে সেই স্বপ্নটাকে সত্যি করার কাজে লেগে গিয়েছিলাম।

ব্যান্ড দলটি ভালভাবে গড়ার জন্য আমার পাশে ব্যান্ড লাইনআপে পেলাম আমার মতোই আরো পাগল কিছু ব্যান্ড সদস্য। সবার আন্তরিক প্রচেষ্টায় আবার পুরো উদ্যমে আত্নপ্রকাশ করতে যাচ্ছি ‘রানার’।’

ব্যান্ড লাইনআপে ভোকাল ও মিডিয়া ম্যানেজার হিসেবে শিল্পী নিজে। এছাড়া লীড গীটারে কুয়েল, বেজ গীটারে মুন্না, কি-বোর্ডে আসাদ এবং ড্রামস ও পার্কাশানে আছেন তুফান। 

---ব্যান্ডদল ‘রানার’ এখন থেকে দেশ ও দেশের বাইরে নিয়মিত স্টেজ শো করবে বলেও জানান ব্যান্ড ম্যানেজার এইচ এম রানা।

বিটিভির ‘রক এন্ড রোল’ ব্যান্ড শো’র প্রযোজনা ও পরিচালনা করেছেন ফজলে আজিম জুয়েল।

এছাড়া আল রুমার প্রযোজনায় বিটিভির পুরনো দিনের বাংলা সিনেমার মিউজিক্যাল শো ‘গান চিরদিন অনুষ্ঠানে’ গান পরিবেশন করেছেন শিল্পী এইচ এম রানা।

বাংলাদেশ সময়: ২১:৫৪:১৯   ২৮২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ