রবিবার, ২৬ মে ২০১৯

‘ফণী’র রেশ কাটতে না কাটতেই প্রচন্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বায়ু’

প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘ফণী’র রেশ কাটতে না কাটতেই প্রচন্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বায়ু’
রবিবার, ২৬ মে ২০১৯



---ভোলাবাণী নিউজ ডেক্সঃ

অনেক আতঙ্ক ছড়িয়ে আসা ঘূর্ণিঝড় ‘ফণী’ তাণ্ডব চালিয়ে গেছে ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে। এতে ব্যাপকহারে প্রাণহানি না ঘটলেও ফসল-গাছপালা ও বসতভিটার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড় ‘ফণী’র রেশ কাটতে না কাটতেই চলতি মাসেই আরও একটি ঘূর্ণিঝড় আসছে। ভারতীয় আবহাওয়া দপ্তর বলছে, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়টি।

নতুন এই ঘূর্ণিঝড়ের নাম ‘বায়ু’। ফণীর নাম দিয়েছিল বাংলাদেশ। তবে বায়ু নামটি ভারতের দেওয়া বলে জানা গেছে। তবে ঠিক কোথায় কোথায় ঝড়ের প্রভাব পড়বে তা এখনও জানা যায়নি।

বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। যেমন: ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার ৮টি দেশ।

দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। এসব দেশের প্রস্তাব অনুসারে একটি তালিকা থেকে একটির পর একটি ঝড়ের নামকরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৮   ৩২২ বার পঠিত  |