ভোলায় মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ,সংকটে ভোলার দুই লক্ষাধিক জেলে

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ,সংকটে ভোলার দুই লক্ষাধিক জেলে
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২



ছোটন সাহা।।ভোলাবাণী।। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে  মা ইলিশ সংরক্ষণের জন্য  আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর )  রাত ১২ টার পর থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ থাকবে।

এ সময় ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারজাত ও পরিবহন নিষিদ্ধ থাকবে।  নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে সেজন্য নদীতে অভিযান পরিচালিত হবে।

ভোলায় মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ,সংকটে ভোলার দুই লক্ষাধিক জেলে

এদিকে ইলিশ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়বেন উপকূলের  দুই লক্ষাধিক জেলে। এতে চরম  অভাব-অনাটন আর অনিশ্চয়তার মধ্যে পড়ছেন তারা।  যদিও জেলে পুর্নবাসনের জন্য নিশেধাজ্ঞা সময়ে নিবন্ধিত জেলেদের জন্য ২০ কেজি করে চাল দেয়া হবে। সরকারের বরাদ্দকৃত চাল যথা সময়ে পৌছানোর দাবী জেলেদের।

ভোলা সিনিয়রন মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন বলেন, এখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলবে। ৭ অক্টেবর থেকে ২৮ অক্টেবর পর্যন্ত ইলিশ সহ সকল ধরনের মাছ ধরায় নিশেধাজ্ঞা। তবে এ সময়টায় নিবন্ধিত জেলেদের জন্য ২০ কেজি করে চাল দেয়া হবে।

জেলেরা জানান, এ বছরই মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা বন্ধ থাকার পর ভরা মৌসুমেও ইলিশ পাইনি জেলেরা। যে মুহুর্তে জেলেদের জালে ইলিশ ধরা পড়তে শুরু করেছে তখনি নিষেধাজ্ঞা চলে আসায় সংকটে পড়েছেন উপকূলের জেলেরা।

 

তুলাতলী ঘাটের জেলে সিরাজ, মফিজল ও সোলাইমান বলেন, এ মৌসুমটা ইলিশ ছিলানা, দুই দফা নিষেধাজ্ঞার পরেও নদীতে মাছ পড়েনি। অনেক জেলেই দেনায় জর্জরিত। যখন মাছ ধরতে শুরু করলো তখ চলে এসছে নিশেধাজ্ঞা।

আড়ৎদার মোঃ আজাদ বলেন, এ মৌসুমে জেলে আড়ৎদার সবাই লোকসানে কাটিয়েছে। অভিযরন চলে আসায় জেলেরা আরও বেশি বিপেকে পড়েছেন। তাই জেলেদরন বরাদ্দকৃত চাল যথা সময়ে বিতরনের দাবী জানাই।

 

 

বাংলাদেশ সময়: ১৬:২৯:৫৭   ৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ

আর্কাইভ