গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের আয়োজনে ইলিশায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রথম পাতা » খেলাধূলা » গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের আয়োজনে ইলিশায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শুক্রবার, ১ এপ্রিল ২০২২



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।

ভোলা সদরের ইলিশায় ‘স্বাধীনতার সূবর্ণজয়ন্তী’ উপলক্ষ্যে ‘শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট’-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পরানগঞ্জস্থ গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগারের আয়োজনে বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে ২নং ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ক্বারিমিয়া ক্বেরাতুল কোরআন মাদ্রাসার পশ্চিম পাশে মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলায় মজগুনী জুনিয়র একাদশকে হারিয়ে বিশ্বরোড চত্ত্বর জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন।

গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের আয়োজনে ইলিশায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতগ্রামীণ সমাজ কল্যান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, এসএ টিভি ও দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি এডভোকেট সাহাদাত হোসেন শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন বাবুল, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ১নং প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিন মজগুনী, মুজাফফর আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বাহার, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ফিরোজ ডাক্তার, সংরক্ষিত ইউপি সদস্য মোঃ লিটন মজগুনী প্রমূখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান। অনুষ্ঠানে উপস্থাপনা করেন, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন।

এছাড়াও অনুষ্ঠানে গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের দায়িত্বশীল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত দর্শক খেলার মাঠে উপস্থিত ছিলেন। খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। খেলাধুলা আর আগের মতো নেই। আমাদের সময় খেলোয়াড়দের জন্য মাঠে যায়গা পাওয়া যেতো না। কার আগে কে খেলার জন্য মাঠ দখল করবে সেই প্রতিযোগিতা হতো। আমরা তখন ক্রিকেট, ফুটবল, হাডুডু, কাবাডিসহ গ্রামীণ বিভিন্ন খেলায় ব্যস্ত থাকতাম। কিন্তু এখনকার সময়ে যুবসমাজ খেলাধুলা ছেড়ে মোবাইল ফোন ও বাজে আড্ডায় সময় ব্যয় করছে। তাদেরকে খেলামুখী করতে গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগার এই টুর্নামেন্টের আয়োজন করে একটি ভালো উদ্যোগ নিয়েছে। আমাদের সকলের উচিত যুবসমাজকে খেলাধুলামুখী ও সুস্থ বিনোদনে ফিরিয়ে আনা। কারণ খেলাধুলা শারীরিক সুস্থতা ও মানসিক প্রস্থি দেয়। তাই পড়ালেখার পাশপাশি যুবদের খেলাধুলামুখী হওয়া খুবই জরুরী। আগামীতে এই ধরনের সুন্দর আয়োজনে আরো বেশি বেশি করার জন্য গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগার কর্তৃপক্ষের কাছে অতিথিবৃন্দ আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১০:০৯:৩৫   ৬৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ