ভোলায় বসন্ত বরণ উৎসবে তারুন্যের উচ্ছাস

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বসন্ত বরণ উৎসবে তারুন্যের উচ্ছাস
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭



---ভোলাবাণী : ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাগুন বরন করে নিতে ভোলা সরকারি কলেজে উদযাপিত হয়েছে বসন্ত বরন উৎসব।

সোমবার সকাল থেকে বিভিন্ন বয়সের কিশোর কিশোরীরা রংবেরঙের শাড়ি আর রঙিন ফুলে নিজেদেরকে রাঙ্গীয়ে তুলে। ছেলেরা বাসন্তি রঙ্গের পাঞ্জাবি পরে ক্যাম্পাস আড্ডায় মেতে ওঠেন।

এই রঙিন আড্ডার চলে সেলফি তোলার ধুম। পাশাপাশি বসন্ত উৎসব মঞ্চে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় চলে গান, নৃত্য আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে কলেজের শিক্ষার্থী-শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এছাড়াও ভোলায় বসন্ত বরণ উৎসবে সোমবার দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, কলেজ শাখার আয়োজনে কেক কাটার পাশপাশি শুভেচ্ছা জানান, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার , সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. ওুহুল আমিন জাহাঙ্গীর, যুগান্তরের জেলা প্রতিনিধি অমিতাভ অপু, স্বজন সমাবেশের সহসভাপতি মোঃ মনিরুল ইসলাম, জেলা স্বজন সমাবেশের সম্পাদক প্রভাষক বিপ্লব পাল কানাই, জেলা স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক পুস্পেন্দু মজুমদার, জেলা স্বজন সমাবেশের মিলনায়য়তন সম্পাদক অচিন্ত্য মজুমদার, যুগ্ম মিলনায়তন সম্পাদক মোঃ ইউছুফ মুন্সি, স্বজন ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, ওই শাখার সম্পাদক বাপন রায়, সহসভাপতি মোঃ সাইফুল ইসলা, সহসভাপতি বাসু দেব দাস, যুগ্ম সম্পাদক ্হৃদয় মজুমদার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রুমি, কোষাধ্যক্ষ শিবলু দাস, যুগ্ম প্রচার সম্পাদক সজল মহাজন , পাঠ চক্র সম্পাদক চৈতি রানী গুহু, যুগ্ম পাঠ চক্র সম্পাদক পপি রানী মাতাব্বর, মিলনায়তন সম্পাদক সুরভী আক্তার , নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, নিবাহী সদস্য মনজুরুল ইসলাম , সোহরাব হোসেন প্রমুখ। ভোলা সরকারি কলেজের বসন্ত বরণ উৎসব চত্বরের এক পাশে ছিল স্¦জনের স্টল। সহযোগিতায় ছিল বিয়ে বাজার ও রোবার স্কাউট । এ স্টল থেকে ফুল বিতরণ করা হয়। পাশপাশি কেকে খাওয়ানো হয় অতিথীদের।

বাংলাদেশ সময়: ৯:৫৬:৫৭   ১২৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত

আর্কাইভ