রবিবার, ৫ মে ২০১৯

লালমোহনে ফণির আঘাতে শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে ফণির আঘাতে শতাধিক ঘর বিধ্বস্ত
রবিবার, ৫ মে ২০১৯



---বিশেষ সংবাদদাতা।। ভোলাবাণীঃ

ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে জোয়ারের পানিতে ডুবে শনিবার সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চরভূতা ইউপির ৪নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এছাড়া শতাধিক ঘর বিধ্বস্ত হয়।

নিহত মো. হাসান স্থানীয় বাসিন্দা মো. জসিমের ছেলে।

ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, ফণির প্রভাবে উপজেলার ১১২টি ঘর, পাঁচটি বিদ্যালয়, সাতটি মাদরাসা ও একটি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক শিশু মারা যায়।

তিনি বলেন, মেঘনা নদীর তীরবর্তী মঙ্গল সিকদার ও লর্ডহার্ডিঞ্জ ইউপির ফাতেমাবাদ স্লুইচ গেটে গিয়ে শিশু ও নারীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৭:৪১   ১৫৩ বার পঠিত  |