বৃহস্পতিবার, ২ মে ২০১৯

সিপিপি উদ্যোগে মাইকিং মনপুরায় ৭ নম্বর বিপদ সংকেতজারি, দূর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুতি গ্রহন

প্রথম পাতা » প্রধান সংবাদ » সিপিপি উদ্যোগে মাইকিং মনপুরায় ৭ নম্বর বিপদ সংকেতজারি, দূর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুতি গ্রহন
বৃহস্পতিবার, ২ মে ২০১৯



মনপুরা সিপিপির উদ্যোগে মাইকিং করা হচ্ছে।মোঃ ছালাহউদ্দিন, মনপুরা(ভোলা)সংবাদদাতা ॥

ধেয়ে আসছে ঘূর্ণীঝড়‘ফণী”। হ্যারিকেন গতিসম্পন্ন ঘূর্ণীঝড় ‘ফণী’ আগামী ৩ মে নাগাদ বাংলাদেশের উত্তর উত্তর পুর্বদিকে অগ্রসর হয়ে আঘাত হানতে পারে। বাতাসের গতিবেগ প্রতিঘন্টায় ৭৪ কিলোমিটারের মধ্যে ১৬০ কিলোমটিার যাহা ধমকা আকারে ১৮০ কিলোমিটার বৃদ্ধি পাবে। ঘূর্ণীঝড় ‘ফণী’ চট্রগ্রাম থেকে ৯৫৫, কক্্রবাজার থেকে ৯২৫ কিলোমিটার ,পায়রা বন্দর থেকে ৭৯০ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৮১০ কিলোমিটার দুরে অবস্থান করছেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। বাতাসের গতিবেগ বৃহস্পতিবার বিকাল ৩টায় সিপিপি‘র কন্ট্রোল রুম থেকে জানা গেছে।

ঘূর্নীঝড় ‘ফণী’ মোকাবেলায় উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ সরকারী সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল ও বিভিন্ন দাপ্তরিক প্রধানদের ছুটি বাতিল করার জন্য নির্দেশ দেন। ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা রেখেছেন। নৌরুটে সকল যানবাহন চলাচল নিষেধাঙ্গা জারি করেন। সকল চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের ডেকে এনে নিকটবর্তী চরাঞ্চলে বসবাসকারী জনসাধারনকে মুল ভুখন্ডের সাইক্লোন সেন্টারে উঠানোর জন্য নির্দেশ দেন। সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য বলা হয়েছে। ঘূর্ণীঝড় “ ফণী’ সম্পর্কে সাধারন জনগনকে সচেতনতা সৃষ্টির জন্য মাইকিং ও ব্যাপক প্রচার প্রচারনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

 দেশের সমুদ্রবন্দর গুলোকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণীঝড় আতংকে উপজেলার লক্ষাধিক মানুষ।

এদিকে ঘূণীঝড় ফণী প্রভাবে প্রচন্ড তাপদাহ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ৭নম্বর বিপদ সংকেত জারি করেছেন । এতে প্রশাসন সর্তকতা অবস্থান থেকে কঠোরভাবে নজর রেখেছেন। উপজেলা সিপিপির উদ্যোগে সর্তকতামূলক মাইকিং করেছে। প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন সিপিপির কর্মীরা। উপজেলা প্রশাসন কন্টোলরুম খোলা রয়েছে। সারারাত কন্টোলরুম খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ২০:২১:১৯   ৩৪১ বার পঠিত  |