বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯

চরফ্যাশনে প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষনের অভিযোগে মামলা গ্রেফতার-৩

প্রথম পাতা » প্রধান সংবাদ » চরফ্যাশনে প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষনের অভিযোগে মামলা গ্রেফতার-৩
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯



চরফ্যাশন অফিস,ভোলা বানী
চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের মিন্টু ডুবাইর বাড়ী সংলগ্ন রাস্তার পাশের পরিত্যাক্ত একটি দোকানের ভিতরে মঙ্গলবার রাতে সৌদি প্রবাসীর স্ত্রীকে(৩৫) পালাক্রমে ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষিতা নিজেই বাদী হয়ে নিদৃষ্ট ৪জন এবং অজ্ঞাত আরো২/৩জনকে আসামী করে গতকাল বুধবার শশীভূষণ থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আসামীরা হলেন হাজারীগঞ্জ ৩নং ওয়ার্ডের মৃত হযরত আলীর পুত্র আবু তালুকদার, ৮নং ওয়ার্ডের খোরশেদ আলমের পুত্র রেদোয়ান, ৬নং ওয়ার্ডের বেচু হাওলাদারের পুত্র রিয়াজ ও ৮নং ওয়ার্ডের  জাকির হোসেন,তার পিতা অজ্ঞাত ।
এঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- মামলায় অভিযুক্ত আবু তালুকদার, রেদোয়ান, ও রিয়াজ। শশীভূষণ থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরনে এবং পুলিশ জানায়, ধর্ষিতার বাড়ি ভোলার বোরহান উদ্দিন উপজেলার দালালপুর গ্রামে। প্রবাসীর স্ত্রী তার মেয়ের অসুস্থতা জনিত কারনে হাজারীগঞ্জ ইউনিয়নের চরফকিরা গ্রামের খেজুর গাছিয়া নামক স্থানে তার মেয়ে জামাতার বাসায় আসেন এবং ঘটনার সময় ঘটনাস্থলের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে জোড়পুর্বক নিয়ে পালাক্রমে ধর্ষন করে।
হাজারীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো.সেলিম হাওলাদার বলেন, বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ভোলা সদর মো.মিজানুর রহমান এবং শশীভূষণ থানার ওসি মো.মনিরুল ইসলামসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রেদোয়ানের বক্তব্যে ৮/১০জন মিলে মহিলাকে পালাক্রমে ধর্ষন করেছে বলে জেনেছি।
শশীভূষণ থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান,এঘটনায় নিদৃষ্ট চার জন এবং অজ্ঞাত আরো ২/৩জনকে আসামী করে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (আজ) তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ভোলা সদর মো.মিজানুর রহমান গনধর্ষনের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট থানার ওসিকে সঙ্গে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক অবস্থায় আমরা চার জনের নাম সনাক্ত করতে পেরেছি। আটক আসামীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদের নাম সনাক্ত করে মামলায় অর্ন্তভুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১:০৭:০১   ৪৫৪ বার পঠিত  |