বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯

৮ দফা দাবীতে ভোলায় মানববন্ধন ও সমাবেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ৮ দফা দাবীতে ভোলায় মানববন্ধন ও সমাবেশ
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯




ভোলা প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মানববন্ধন ও সমাবেশঅর্ণব চন্দ্র দে॥ভোলাবাণী।। 

আর্ন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে ৮দফা দাবীতে ভোলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা কমিটির সভাপতি চন্দ্র মোহন সিডুর সভাপতিত্বে বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে জাতি, ধর্ম, বর্ণসহ সকল মানুষের সম অধিকারের কথা থাকলেও দলিত জনগোষ্ঠী এখনো বৈষম্যের শিকার হচ্ছে। দলিত জনগোষ্ঠীর জন্য সরকার শিক্ষাবৃত্তি ও বয়স্ক ভাতা চালু করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। সমাবেশে বক্তারা বৈষম্য বিলোপ আইন-১৪ পাশসহ অবিলম্বে ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১২:৫৪:২৭   ২০৭ বার পঠিত  |