বরিশালের নুরু: কোটা আন্দোলনের নেতা থেকে ডাকসুর ভিপি

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালের নুরু: কোটা আন্দোলনের নেতা থেকে ডাকসুর ভিপি
বুধবার, ১৩ মার্চ ২০১৯



ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নুরুল হক নুরুভোলাবাণী ডেক্স: এই মুহূর্তে আলোচিত নাম নানা প্রতিকূলতা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নুরুল হক নুরু। গত বছর কোটা সংস্কার আন্দোলনের মধ্যদিয়ে উত্থান ঘটে এই তরুণের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র নুরুল হক নুরু। বিশ্ববিদ্যালয়ে শুরুতে তার তেমন পরিচিতি ছিল না। তার ব্যাপক পরিচিতি এনে দেয় দেশব্যাপী আলোচিত কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনের মূল নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক করা হয় তাকে। সংগঠনটির নেতৃত্ব দিতে গিয়ে অনেক হামলা, মামলার মুখে পড়লেও পিছু হটেননি নুরু।

পটুয়াখালীতে কৃষক পরিবারে জন্ম নেওয়া এই শিক্ষার্থী ডাকসু নির্বাচন চলাকালেও নির্বাচনে অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন। কিন্তু তাকে দমিয়ে রাখা যায়নি। শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ভোটে ভিপি নির্বাচিত হন।

ডাকসু নির্বাচনে তার প্রাপ্ত ভোট ১১ হাজার ৬২টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের ভোট ৯ হাজার ১২৯টি।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। নুরুল হক সোমবার দুপুরে নিজ ক্যাম্পাসে ‘হামলার শিকার’ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

২৮ বছর পর হলো ডাকসু নির্বাচন। এই নির্বাচনে নজর ছিল সারা দেশের মানুষের। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাদে বাকি সব সংগঠন এই নির্বাচন বর্জন করেছে।

ভিপি হিসেবে নির্বাচিত হলেও নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন নুরুও। সুষ্ঠু নির্বাচন হলে নিজেদের পুরো প্যানেল জিততো বলে দাবি তার।

মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে নুরু এক প্রতিক্রিয়ায় লেখেন- “রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি, বাইরের শিক্ষার্থীরা যেন ভোট দিতে না পারে সেজন্য গণরুমের শিক্ষার্থী এবং নিজেদের লেজুরবৃত্তিক অপরাজনীতি করা নেতা-কর্মীদের দিয়ে বিশাল লাইন করানো। এতো কারচুপি, অনিয়ম, রাতভর ইঞ্জিনিয়ারি করেও নুর এবং আখতারকে হারাতে পারেনি।

সুষ্ঠু নির্বাচন হলে আমাদের পুরো প্যানেল জিততো। তার অন্যতম উদাহরণ সুফিয়া কামাল, শামসুন্নাহার ও কুয়েত মৈত্রী হল।”

সোমবার দিনভর নানা অনিয়ম, অভিযোগ ও উত্তেজনার পর ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন নুরু।

সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

ডাকসুর মোট ২৫টি পদের বেশির ভাগেই জয় পেয়েছে ছাত্রলীগ। ১৮টি হল সংসদের বেশির ভাগেও ভিপি-জিএস পদে জয়ী হয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৭:৫১:০৯   ৪২৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ