বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯

ভোলায় ফায়ার লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল, জরিমানা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ফায়ার লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল, জরিমানা
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯



---স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। বিস্ফোরণ অধিদপ্তরের অনুমতি ছাড়া ও ফায়ার সার্ভিস এর লাইসেন্স না নিয়ে অগ্নি নির্বাপন ছাড়া জনাকীর্ণ স্থানে বাসাবাড়ীর মধ্যে অরক্ষিতভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখায় অপরাধে ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুইলাখ টাকা জরিবানা আদায় করে। বুধবার (৬ মার্চ) বিকালে শহরের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কাওছার হোসেন।
তিনি বলেন, ভোলা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভোলা সদরের লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুদ রাখার জন্য অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ ও বিপনন আইন ২০০৩ অনুসারে এবি ট্রেডার্স এর মালিক অসীম কুমার সাহাকে ১ মাস কারাদন্ড ও ১০০০০০ টাকা অর্থদন্ড, সানাউল্লাহ এন্টার প্রাইজের মালিক সজীবকে ১০ দিনের জেল ও ৫০০০০ টাকা অর্থদন্ড এবং জননী এন্টার প্রাইজের মালিক আসাদুর রহমানকে ১০ দিনের জেল ও ৫০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ঢাকায় এত বড় প্রানহাণীর পরেও ব্যবসায়ীরা এই ধরনের লাইসেন্স বিহীন ব্যবসা করে আসছিলো। এ যেন ফায়ার পিন খোলা গ্রেনেডের সাথে নিত্য বসবাস।
লাইসেন্সবিহীন এসব দোকানগুলোতে আইনের তোয়াক্কা না করেই র্দীঘদিন ধরে দেদাড়ছে বিক্রি হচ্ছে এই জ্বালানি। এমন কি এসব সিলিন্ডারের মেয়াদনেই অনেকগুলোর। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঝূঁকিতে চলাফেরা করতে হচ্ছিলো ক্রেতা, পথচারী ও স্থানীয় বাসিন্দাসহ শিক্ষার্থীদের। অবৈধভাবে সিলিন্ডার গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ায় সাধুবাধ জানিয়েছেন সাধারন মানুষ। এই ধরনের অভিযান চলমান রাখার অনুরোধ জানায় সবাই।

বাংলাদেশ সময়: ৭:৩৫:৪৩   ২৮২ বার পঠিত  |