শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯

চরফ্যাশনে ৫ সন্তানের জননীকে হত্যার চেষ্টার অভিযোগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » চরফ্যাশনে ৫ সন্তানের জননীকে হত্যার চেষ্টার অভিযোগ
শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯



চরফ্যাশন অফিস,ভোলা বানী॥॥
উপজেলার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামে হালিমা বেগম(৪৫) নামের ৫সন্তানের জননীকে মুখ বেঁধে গলায় রশি পেচিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা বৃহস্পতিবার সকালে গুরুতর আহত হালিমাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। জমিজমা বিরোধের জের ধরে বুধবার দিবাগত গভীর রাতে আবদুর রহিম মাষ্টার বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানাগেছে। হালিমার স্বামী কৃষক আবুল কালাম জানান, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন হালিমা জানান, বাড়ির পাশের  ৭শতাংশ জমি নিয়ে পার্শ্ববর্তী হাজারীগঞ্জ ৩নং ওয়ার্ডের সৃজন আলীর পুত্র সামসুদ্দিন ওরপে সামরাজের সাথে তাদের বিরোধ চলছে। ঘটনার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে সামনের বারান্দার জানালা খুলে সামসুদ্দিন ওরপে সামরাজ এবং ননদের জামাতা কালাম পালোয়ানের পুত্র জাকির ঘরে ঢুকে তার শয়ন কক্ষে প্রবেশ করে। তাকে ঝাপটে ধরে নিজ ওড়না দিয়ে মুখ বেঁধে টানা হেছড়া করে তাকে শয়ন কক্ষ থেকে পাকের ঘরে নিয়ে যায়। পরে গলায় রশি পেছিয়ে হত্যার চেষ্টা করে। ঘটনার রাতে তার স্বামী ও সন্তানরা কেউ বাড়ি ছিলেন না।
হালিমার দেবর ছিদ্দিক এবং ঝা কহিনুর জানান, তারা ঘোংড়ানীর শব্দে পাশের ঘর থেকে এসে হালিমাকে মুখে ওড়না ঢুকানে এবং মুখ বাঁধা ও গলায় রশি পেছানো মৃত প্রায় অবস্থায় দেখতে পান।
অভিযুক্ত সামসুউদ্দিন ওরফে সামরাজ জানান, আমার সাথে তাদের  জমিজমা নিয়ে  বিরোধ আছে তবে হত্যার চেষ্টার ঘটনার বিষয়ে আমি কিছু জানিনা।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক পবিত্র কুমার জানান, মৌখিক সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিক্টিম পরিবারের তরফ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৩০   ৩৭৯ বার পঠিত  |