শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮

সারাদেশে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট বন্ধ

প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » সারাদেশে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট বন্ধ
শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮



---ভোলাবাণী তথ্যপ্রযুক্তি ডেক্স।।দেশব্যাপী মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ শনিবার বেলা ৩টায় এই সেবা বন্ধ করে দেওয়া হয়।

বিটিআরসির এক চিঠিতে শনিবার দুপুরের পর থেকে জাতীয় সংসদ নির্বাচনের দিন (রবিবার) রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দেওয়ার পর ওই সেবা বন্ধ করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে ও গুজব রোধে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

এর আগে, গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে দেশব্যাপী মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি সেবা প্রায় ১০ ঘণ্টা বন্ধ রেখে শুক্রবার সকাল ৮টায় আবারও এই সেবা চালু হয়।
মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট এখনও স্বাভাবিক রয়েছে। সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ।

বাংলাদেশ সময়: ২০:২২:৩২   ২৪৫ বার পঠিত  |