সোমবার, ২২ অক্টোবর ২০১৮

ভোলার মাঝের চরে মাটিতে পুতে রাখা ১০ মন লবন দেয়া ইলিশ উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার মাঝের চরে মাটিতে পুতে রাখা ১০ মন লবন দেয়া ইলিশ উদ্ধার
সোমবার, ২২ অক্টোবর ২০১৮



---স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। ভোলার মাঝের চর থেকে মাটিতে পুতে রাখা ১০ মন লবন মাখা মা ইলিশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকায় থেকে মৎস্য বিভাগ, র‌্যাব, কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযান চালিয়ে এ মাছ উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড দক্ষিন জোনের লে কমান্ডার নুরুজ্জামান শেখ ও নৌ পুলিশের ওসি সুজন কুমার পাল জানান, গত ৭ অক্টোর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় মা ইলিশ শিকার, বাজার জাত, পরিবহন করা, স্টক করাসহ বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ, র‌্যাব ও নৌ পুলিশের সাথে কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সদর উপজেলার মাঝের চর এলাকায় মাটিতে পুতে রাখা ১০ মন মা ইলিশ জব্দ করে। জব্দকৃত মাছে কাটা লবন মাখা ছিলো। তবে এর সঙ্গে জরিত কাউকে আটক করা যায়নি। তারা আরো বলেন, জব্দকৃত মা ইলিশ মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ভোলা সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান নিশ্চিত করে বলেন, জব্দকৃত লবন মাখা কাটা মা ইলিশ ভোলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪১   ৭৬৭ বার পঠিত  |