বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮

বাংলাদেশের মাটি সন্ত্রাসে ব্যবহার হবে না: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশের মাটি সন্ত্রাসে ব্যবহার হবে না: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮



---।।ভোলাবাণী ডেস্ক ।। বাংলাদেশের মাটি সন্ত্রাসবাদীদের কাজে ব্যবহার করতে দেয়া হবে না বলে আঞ্চলিক নেতাদের আশ্বস্ত করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুতে বিমসটেক শীর্ষ সম্মেলনে এ কথা বলেন, তিনি।

১৫ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এ অঞ্চলের প্রতিটি দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

সহযোগিতার তিনটি ক্ষেত্র প্রস্তাব করেন শেখ হাসিনা। এগুলোর মধ্যে রয়েছে, কারিগরি, সাংস্কৃতিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:১৫   ৩২১ বার পঠিত  |