শনিবার, ১৮ আগস্ট ২০১৮

তজুমদ্দিনে ঘন্টা ব্যাপী চেস্টা চালিয়ে মাটির নিচ থেকে লাশ উদ্ধার

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে ঘন্টা ব্যাপী চেস্টা চালিয়ে মাটির নিচ থেকে লাশ উদ্ধার
শনিবার, ১৮ আগস্ট ২০১৮



---মোঃ ফারুক ॥ভোলাবাণী ।।তজুমদ্দিন ॥
ভোলার তজুমদ্দিন উপজেলায় ড্রেজার মিশিন দিয়ে পুকুর কাঁটার সময় মাটি চাপা পড়ে নজরুল (৩৫) নামে একজন নিহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্র্মীরা ঘন্টা ব্যাপী চেস্টা চালিয়ে মাটির নিচ থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সুত্র জানা যায়, শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাহারকান্দি গ্রামে মোঃ কাইয়্যে খসরু মিয়ার ছেলে নজরুল (৩৫) নিজের ড্রেজার মিশিন দিয়ে পুকুর কাঁটার সময় ছেলে নিজাম (১৫) সহ মাটি চাপায় আটকা পড়ে। প্রত্যক্ষদর্শিরা ছেলে নিজামকে উদ্ধার করলেও নজরুল মাটির নিচে চাপা পড়ে যায়। সংবাদ পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘন্টা ব্যাপী চেস্টা চালিয়ে মাটির নিচ থেকে নজরুল কে উদ্ধার করে দ্রুত হাসপতালে নিয়ে আসে।
কর্তব্যরত ডাক্তার মোমিনুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা নজরুল কে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই মৃত্যু বরন করেছে। আহত নিজাম চিকিৎসাধীন রয়েছে। ওসি দতন্ত আনোয়ারুল ইসলাম জানান, লাশ হাসপাতালে আছে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:২০:০০   ৩৫৯ বার পঠিত  |