বুধবার, ২৭ জুন ২০১৮

তজুমদ্দিনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
বুধবার, ২৭ জুন ২০১৮



---হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥ভোলাবাণী।।
উপজেলা প্রশাসনের আয়োজনে “ মাদক’ কে না বলুন” এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, তজুমদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক শাহজালাল বিল্লাহ, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দীন প্রমুখ। সভায় স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণসহ ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মাদক বিরোধী রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ৯:১২:৫৯   ২৯৮ বার পঠিত  |