সোমবার, ২৫ জুন ২০১৮

ভোলায় ২৮ ও ৩০ জুন ইফার উদ্যোগে হজ্জ যাত্রীদের প্রশিক্ষন

প্রথম পাতা » ইসলাম ও ধর্ম » ভোলায় ২৮ ও ৩০ জুন ইফার উদ্যোগে হজ্জ যাত্রীদের প্রশিক্ষন
সোমবার, ২৫ জুন ২০১৮



---প্রেস বিজ্ঞপ্তি ॥
ইসলামীক ফাউন্ডেশন ভোলার আয়োজনে ২০১৮ সালে পবিত্র হজ্জ যাত্রীদের নিয়ে আগামী বৃহস্পতি ও শনিবার ২ দিন ব্যাপি হজ্জ সংক্রান্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হবে। ইসলামীক ফাউন্ডেশন ভোলার উপ-পরিচালক আবদুল কুদ্দুস নোমান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ধর্ম মন্ত্রনালয়ের উদ্দ্যোগে জেলা প্রশাসন ও ইফা ভোলার আয়োজনে ভোলা জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার সকল হজ্জ যাত্রীদের আগামি বৃহস্পতিবার (২৮/৬/২০১৮) ভোলা শিল্পকলা একাডেমীতে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার এবং শনিবার (৩০/০৬/২০১৮) চরফ্যাসন বজ্রগোপাল টাউন হলে চরফ্যাসন, লালমোহন, তজুমুদ্দিন ও মনপুরা উপজেলার বাসিন্দা পবিত্র হজ্জ যাত্রীদের পবিত্র হজ্জের সময় বিভিন্ন করনীয় বিষয়াবলী নিয়ে হজ্জ সংক্রান্ত ২ দিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হবে। ইসলামীক ফাউন্ডেশন ভোলার পক্ষ থেকে প্রশিক্ষনে ২০১৮ সালের হজ্জ যাত্রীদের অংশগ্রহন করার আমন্ত্রন জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:২৮   ২৯৭ বার পঠিত  |