শুক্রবার, ১৫ জুন ২০১৮

কবিতা

প্রথম পাতা » ভোলার শিক্ষা » কবিতা
শুক্রবার, ১৫ জুন ২০১৮



গরীবের ঈদ
-এফ. আলম
***********
ঈদের দিনে কারো মনে
হাসি খুশির মেলা,
কেউবা আবার দুঃখ নিয়ে
কাটায় সারা বেলা।

কেউবা পরে নতুন কাপড়
নতুন জামা মোজা,
কেউবা পরে ছেড়া কাপড়
তা’ও আবার খুঁজা।

গরীব গুলো ঘুরবে শুধু
পরের দ্বারে দ্বারে,
চর-থাপ্পর আর ধমক খেয়ে
ফিরবে বারে বারে।

কেউবা আবার ফেলনা খাবার
ডাস্টবিন থেকে নিয়ে,
সে সব খাবার খাবে সবাই
বাপ-ভাই-মায়ে-ঝিয়ে।

এমন করেই ঈদ আনন্দ
কাটবে সবার ভাই,
সব অনন্দ ধনীদের হয়
গরীবদের তো নাই।

বাংলাদেশ সময়: ২১:১২:৫৩   ৫২১ বার পঠিত  |