মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮



---

ভোলাবাণী।। চট্টগ্রামের মিরসরাইয়ে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট (বিদ্যুৎকেন্দ্র) নির্মাণে চীনা কোম্পানিকে অনুমোদন দিয়েছে সরকার। ২৫ বছর মেয়াদি এ কেন্দ্র থেকে সরকার দেড় লাখ কোটি টাকার বিদ্যুৎ কিনবে।

প্রতি ইউনিট বিদ্যুৎ ছয় টাকা ৫১.৯৯ পয়সা দরে ক্রয় করা হবে। চীনের জিনজিয়াং জিনদুন প্রেসার ভেসেল কোম্পানি লিমিটেড দেশীয় একটি কোম্পানির সঙ্গে কনসোর্টিয়াম করে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করবে।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়েছে, প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রের জন্য স্পন্সর কোম্পানি নিজ খরচে ও নিজ উদ্যোগে জমি সংগ্রহ, প্রযোজনীয় জ্বালানি নিশ্চিতকরণ, পাওয়ার ইভেকুয়েশনের জন্য প্রয়োজনীয় ট্রন্সমিশন লাইন, সাব-স্টেশন নির্মাণসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় বহন করবে। কোম্পানিটির প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য বিউবোর (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) সঙ্গে চুক্তিবদ্ধ অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের দরের সঙ্গে সামঞ্জস্য রয়েছে। সার্বিক বিবেচনায় প্রস্তবাটি গ্রহণযোগ্য। এ অবস্থায় বিউবো এবং প্রক্রিয়াকরণ কমিটির সুপারিশের আলোকে প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি-১৯৯৬-এর আওতায় আইপিপি (ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) হিসেবে ২৫ বছর মেয়াদে ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৯:২৯:২০   ২১৭ বার পঠিত  |