বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই মহান নেতাই নয় তিনি ছিলেন নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা- ভোলায় বানিজ্যমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই মহান নেতাই নয় তিনি ছিলেন নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা- ভোলায় বানিজ্যমন্ত্রী
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮



---

আদিল হোসেন তপু ॥ ভোলা প্রতিনিধি ।।ভোলাবাণী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই মহান নেতাই ছিলেন না, তিনি ছিলেন সারা বিশ্বের নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা।
শুক্রবার (২৩ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন আ’লীগের সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি শ্রুতি চারন করে বলেন, আজ আমার জীবনের শ্রেষ্ঠ দিন। ১৯৬৯-এর ২৩ ফেব্রুয়ারি ইতিহাসের মহামানব জাতির জনক শেখ মুজিবুর রহমানকে জাতির পক্ষ থেকে সরোয়ার্দী উদ্যানে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়েছিল।
প্রায় চৌদ্দটি বছর পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন,সেই মহান নেতাকে সেদিন জাতির পক্ষ থেকে কৃতজ্ঞচিত্তে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়।
এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু তার সহপরিবারে রক্ত দিয়ে বাঙ্গালী জাতির রক্তের রিন শোধ করে গেছেন। আর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে মর্যদাশীল দেশে পরিনত হয়েছে।
পরে মন্ত্রী আরো বলেন, ভোলার পর্যাপ্ত গ্য্াস রয়েছে। এই গ্যাসকে কাজে লাগিয়ে এখানে ইন্ডাস্টী গড়ে তোলা হবে। ভোলার সাথে মূল ভুগন্ডে সাথে যোগাযোগ তৈরি করার জন্য ভোলা-বরিশাল ব্রীজ তৈরি করা হবে। তখন ভোলার হবে বাংলাদেশের সিঙ্গাপুর।
ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুন উর রশীদ হাওলাদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীল সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব,এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদ মইনুল হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান মো: ইউনুস,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম প্রমুখ ।
এসময় মন্ত্রী আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন লুটপাট করেছে করে মা বোনদের ওপর অনেক নির্যাতন করেছে। সেসব কথা মানুষ ভুলে যায়নি। আগামী নির্বাচনের জন্য এখন থেকেই মাঠে কাজ করতে হবে জানিয়ে তিনি গ্রামে গ্রামে ঘরে ঘরে আওয়ামী লীগের দূর্গ গড়ে তোলার আহবান জানান।
এ সময় তোফায়েল আহমেদ বলেন, দেশের উন্নয়নের পাশপাশি ভোলার সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, ভোলা হবে দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা। ভোলা-বরিশালের মধ্যে সেতু নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। পদ্মা সেতু নির্মান কাজ শেষ হলে আর ভোলা বরিশাল সেতু হলে ৫ ঘন্টায় ঢাকা যাওয়া যাবে।
ভোলায় গ্যাসের পরিমান ৩ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে উল্লেখ্য করে বানিজ্যমন্ত্রী বলেন, ভেদুরিয়ায় ৬শ’ বিলিয়ন কিউবিক ফিট গ্যাস পাওয়া গেছে। বোরহানউদ্দিনে পাওয়া গেছে ৭শ’ বিলিয়ন আগের ৫শ’সহ মোট ১ পয়েন্ট ৮ ট্রিলিয়ন গ্যাস রয়েছে। এ ছাড়া আরো ৩টি কূপ খনন করা হবে। ফলে গ্যাসের মজুত ৩ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে।
এখানকার নদী ভাঙ্গন রোধে প্রায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। আগামীতে ভোলার প্রত্যেকটি গ্রামে শহরে রূপান্তর হবে। পরে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করেন।
এর আগে মন্ত্রী ধনিয়া তুলাতুলি বাজারে একটি মসজিদ এর ভিত্তি প্রস্তর নিমার্ন কাজের উদ্ধোধন করেন।

বাংলাদেশ সময়: ২২:২২:১৫   ১৯৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ