গ্যাস সুবিধায় ভোলায় বিনিয়োগ সম্ভাবনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্যাস সুবিধায় ভোলায় বিনিয়োগ সম্ভাবনা
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭



---জসিম ফরায়েজী ভোলাবাণী :
গ্যাসের চাপও পর্যাপ্ত। মজুদও আছে। কিন্তুু কাজে আসছে না। তাই শিল্পায়নের পদক্ষেপ নিয়ে গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে চান ব্যবসায়ীরা। যেখানে বিভিন্ন এলাকায় গ্যাসের সংকটে শিল্প উৎপাদনে বিঘ্ন ঘটছে, সেখানে ভোলায় গ্যাসের চাপও বেশি। ভোলার গ্যাস সম্পদের কারণে যে সম্ভাবনা তৈরি হয়েছে তার সদ্ব্যবহারের দাবিতে সম্প্রতি ঢাকা থেকে জাতীয় পর্যায়ের ব্যবসায়ীরাও হাজির হয়েছেন ভোলায়। বিনিয়োগ বোর্ড, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সম্প্রতি ভোলা সফরে গিয়ে শিল্পকারখানা স্থাপনে আশাব্যাঞ্জক মনোভাব দেখান। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মতে, এই মুহূর্তে বিনিয়োগের জন্য সবচেয়ে বেশী প্রয়োজন গ্যাস। গ্যাস থাকলে বিদ্যুত হয়। আর গ্যাস-বিদ্যুতসহ অবকাঠামো সুবিধা একমাত্র ভোলাতেই সম্ভব। তিনি আশা করছেন, ভোলায় হবে ইকোনমিক জোন কিংবা শিল্পপার্ক।

ভোলার সঙ্গে জাতীয় গ্রিডের দূরত্ব বেশি হওয়ায় এখানকার গ্যাসের ব্যবহার করতে হবে স্থানীয় পর্যায়ে। সেক্ষেত্রে বস্ত্র, সূতা, ডায়িং ফিনিশিং, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং বিদ্যমান মত্স্যজীবিদের কথা ভেবে মত্স্য প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনেরও সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ঢাকাস্থ ভোলা সমিতির সাধারণ সম্পাদক শহীদুল হক মুকুল বলেন, গ্যাসের ব্যবহার করে শিল্পায়ন হবে। কিন্তুু অবকাঠামোগত কিছু সুবিধা দ্রুত নিশ্চিত করতে হবে। সড়ক যোগাযোগ উন্নয়ন, নদীবন্দর স্থাপন জরুরি। আগে থেকেই পরিকল্পিত শিল্পনগরী গড়ার লক্ষ্যে মাষ্টার প্ল্যান তৈরি করতে হবে। যাতে পরিবেশগত ও প্রাকৃতিক অন্যান্য সম্পদের ক্ষতি সাধন না হয়। বর্তমানে কৃষিতে ভোলা উদ্বৃত্ত অবস্থায় আছে। শিল্প গড়তে গিয়ে কৃষির যেন ক্ষতি না হয় সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। বিজিএমইএর সাবেক এই পরিচালক বলেন, দক্ষিণ- দক্ষিণ যোগাযোগের এক সম্ভাবনা তৈরি হয়েছে ভোলাকেন্দ্রিক। বর্তমানে পটুয়াখালি তথা বরিশাল থেকে ভোলা হয়ে অনেকেই চট্টগ্রাম যাচ্ছেন। বরিশাল থেকে ভোলার পথে সড়ক উন্নয়নসহ দুই নদীতে দুটি ফেরি স্থাপন জরুরি। লক্ষীপুর ও ভোলার মধ্যে ফেরি যোগাযোগের সময় কমিয়ে আনা যায়। ফেরিঘাট যদি মজুচৌধুরির হাট থেকে মতিরহাটে সরিয়ে আনা যায়, তবে এক ঘন্টা দূরত্ব কমে যাবে। এটি হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপও কমবে।

শিল্পায়ন হলে শুধু যে ভোলার উন্নয়ন হবে তা নয়, বরং বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর বরিশালের জন্য কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে। এ অঞ্চলের মৎস্যজীবিরা বছরের বেশি সময় বেকার থাকে। তাদেরও এখানে কাজ দেয়া যাবে। তিনি বলেন, কন্টেইনারবাহী জাহাজ চলাচলে উপযোগী নৌ-রুট থাকায় মালামাল পরিবহনে বাড়তি সুবিধা পাওয়া যাবে। হাইড্রোগ্রাফিকাল জরিপে সমুদগ্রপৃষ্ঠ থেকে মূল ভূখন্ডের উচ্চতা সাড়ে ৩ থেকে ৪ মিটার হওয়ায় কখনই স্বাভাবিক জোয়ারে প্লাবিত হওয়ার সুযোগ নেই। ভোলায় পর্যটন শিল্পের প্রসারেরও সুযোগ রয়েছে জানিয়ে এ্যাডামস এপারেলসের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল হক মুকুল বলেন, ভোলায় ছোট ছোট দ্বীপও রয়েছে। সেগুলোকে বিদেশি পর্যটকের জন্য গলফ ক্লাব কিংবা এক্সক্লুসিভ জোনও করা যেতে পারে গ্যাস সুবিধায় ভোলায় বিনিয়োগ সম্ভাবনা।

বাংলাদেশ সময়: ৯:৫৬:২০   ১৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ