রবিবার, ৭ জানুয়ারী ২০১৮

মনপুরা কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরা কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ॥
রবিবার, ৭ জানুয়ারী ২০১৮



---মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥ মনপুরা থানা প্রশাসনের উদ্যোগে হাজির হাট ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশের আয়োজনে ৭ই জানুয়ারী রবিবার সকাল ১১ টায় কমিউনিটি পুলিশিং সভা হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে । সভার সভাপতিত্ব করেন মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুর রশিদ, হাজির হাট ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম মেম্বার,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর,সাবেক কমান্ডার হান্নান চৌধুরী, হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুবেন্দু দাস, হাজির হাট বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন। সভায় অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান বলেন,“পুলিশই জনতা ,জনতাই পুলিশ”পুলিশ জনগনের বন্ধু। জনগনের জান মালের নিরাপত্তা দায়িত্ব পুলিশেই নিয়োজিত থাকেন। সমাজে যাতে কোন অন্যায় এবং আইনশৃঙ্খলার পরিপন্তি কোন কাজ না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। সমাজে বাল্য বিবাহ,ইভটিজিং,মাদকদ্রব্য,যৌতুক একটি সামাজিক ব্যাধি। সভায় এসব সামাজিক ব্যাদির কুপলগুলো তুলে ধরে বলেন,সমাজ ভালো রাখতে চাইলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। পুলিশকে সার্বিক সহযোগীতা করার আহব্বান জানান তিনি। সবাই মিলে মিশে কাজ করলে সমাজকে পাল্টে দিতে পারব।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,স্কুলের ছাত্র-ছাত্রী,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক,বাজার ব্যাবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪০   ২২৫ বার পঠিত  |