সোমবার, ২৭ নভেম্বর ২০১৭

ধনিয়া ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ধনিয়া ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সোমবার, ২৭ নভেম্বর ২০১৭



---বিশেষ প্রতিনিধি।। ভোলাবাণী।।বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ ধনিয়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ধনিয়া ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোশারেফ হোসেন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজর”ল ইসলাম গোলদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: ইউনুছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন জেলা কৃষকলীগের সভাপতি মো: আল মামুনুর রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধনিয়া ইউনিয়নের বর্তমান সভাপতি তছির আহমদ মেম্বার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হার”ন অর রশিদ হাওলাদার, ধনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমদাদ হোসেন কবির সহ জেলা আওয়ামীলীগ, কৃষকলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্রে বাংলাদেশ যখন বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াচ্ছে তখন দেশের অগ্রযাত্রাকে রোধ করার জন্য বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বাংলাদেশকে অকার্জকর রাষ্ট্র করার জন্য কুচক্রি মহল ষড়যন্ত্রকরে দেশের অগ্রযাত্রাকে নৎসাত করার চেষ্টা করছে। আল্লাহর রহমত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় চেষ্টার কারনে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। পদ্মা সেতু করার আগে অনেক ষড়যন্ত্র করেছিল। কিন্তু ষড়যন্ত্র কারীরা সফল হতে পারেনি। ২০১৯ সালের মধ্যেই পদ্মা সেতু চালুর মাধ্যমে দক্ষিন অঞ্চলের সাথে সারা দেশের সাথে স্থল পথের যোগাযোগ স্থাপিত হবে। আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারী বিএনপি- জামায়াতকে মোকাবেলা করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।
সম্মেলনে তছির আহমদ মেম্বারকে সভাপতি জাকির হোসেনকে সম্পাদক, মোস্তাফা হাওলাদার ও লালমিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩বছর মেয়াদি ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২১:২৫:২০   ১৪২ বার পঠিত  |