সোমবার, ১৩ নভেম্বর ২০১৭

ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে একদিনের বেতন দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা

প্রথম পাতা » জাতীয় » ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে একদিনের বেতন দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা
সোমবার, ১৩ নভেম্বর ২০১৭



---

।।ভোলাবাণী।। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে একদিনের বেতন দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। এ দুই মন্ত্রণালয় মিলে সাত কোটি ৭৩ লাখ ৫১ হাজার টাকার চেক দিয়েছেন।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদানের চেক শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন সাত কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ৪১ লাখ টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রী হাতে তুলে দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক।

বাংলাদেশ সময়: ২১:২০:০৪   ১২৬ বার পঠিত  |