বুধবার, ৮ নভেম্বর ২০১৭

ভোলার লালমোহনে শঙ্খচিলের উদ্দ্যেগে গন সচেতেনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার লালমোহনে শঙ্খচিলের উদ্দ্যেগে গন সচেতেনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত
বুধবার, ৮ নভেম্বর ২০১৭



---

মোঃ আমজাদ হোসেন ।।ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে আর্তমানবতার সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন শঙ্খচিলের উদ্যেগে গর্ভবতী মায়ের প্রানের নিশ্চয়তা নিয়ে সচেতেনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি,এস সন্তেষ কুমার সরকারের কাছে সচেতেনতা মূলক বেনার,পেস্টুন, স্টামপেড ও ছিল হস্থান্তর করে শঙ্খচিলের একটি টিম।
পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগে বেনার ও হাসপাতারের গুরুত্বপূর্ন স্থানে পোস্টার লাগানো হয়, লালমোহন সরকারী শাহবাজপুর কলেজের আশেপাশে ও গাইনি ডাঃ ডেইজি হালদার ও আফরোজার চেম্বারে বেনার ,পেস্টুন, স্টামপেড ও সিল দেওয়া হয়।
এছাড়া শঙ্খচিলের টিম লালমোহন সূর্যের হাসি ক্লিনিকে সচেতেনতা মূলক বেনার,পেস্টুন,স্টামপেড ও সিল প্রধান করেন।এ প্রসঙ্গে শঙ্খচিল কতৃপক্ষ জানায়, আমরা আজকে ‘প্রস্তুত যদি থাকে দুইজন রক্তদাতা থাকবে গর্ভবতী মায়ের নিশ্চয়তা” এই স্লোগানকে সামনে রেখে আমাদের আজকের কার্যক্রম , আমাদের সমাজের মানুষ এখনো সম্পুর্ন ভাবে গর্ভবতী মায়ের পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানেনা ,তাই আমাদের আজকের এই কার্যক্রম।
শিশু জন্নের সময় গর্ভবতী মায়ের রক্তের প্রয়োজন হতে পারে তাই আপনার পরিচিত মানুষ থেকে দুইজন রক্তদাতা প্রস্তুত করে রাখলে ভালো , দেখাযায় তখন যদি আপনার রক্তের প্রযোজন হয় আপনাকে চারোদিকে ঘুরপাক খেতে হবে।
সংগঠনের আজকের এই সচেতেনতা মূলক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি,এস সন্তেষ কুমার সরকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।সংগঠনের একনিষ্ঠ কর্মী তানভীর হোসেন মাসুম বলেন আমরা আশা করি এই সচেতেনতা মূলক কার্যক্রমের মাধ্যমে মানুষ সচেতন হয়ে তার নিজের ও প্রতিবেশীর মনোভাব পরিবর্তন করবেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৩৩   ১২৮ বার পঠিত  |