রবিবার, ২২ অক্টোবর ২০১৭

ইলিশ শিকারের অপরাধে ৫৩৩ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইলিশ শিকারের অপরাধে ৫৩৩ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
রবিবার, ২২ অক্টোবর ২০১৭



---

।ভোলাবাণী বিভাগীয় সংবাদ।প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে গত ২১ দিনে ৫৩৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই সময়ে ইলিশ উদ্ধার হয়েছে ৯ দশমিক ৬০৭ মেট্রিক টন অর্থাৎ ৯ হাজার ৬৭৪ কেজি। আর জাল উদ্ধার হয়েছে ৩৬ লাখ ৬১ হাজার মিটার। জরিমানা আদায় হয়েছে ১৪ লাখ ২৮ হাজার ৫শ টাকা।

রোববার দুপুরে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতরের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক জাগো নিউজকে এ তথ্য জানিয়ে বলেন, ইলিশ নিধন ও কেনা-বেচায় ২২ দিনের নিষেধাজ্ঞা আজ রাতে শেষ হবে। ইলিশ নিয়ে জেলেরাও ছিল বেশ সচেতন। প্রশাসনও ছিল কঠোর। মা ইলিশ রক্ষার অভিযান সফল করতে গত ২১ দিন এক হাজার ৯৮১টি অভিযান পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ৯২০টি।

তিনি বলেন, এই পরিসংখ্যান গত ২১ দিনের। আজ রাত পর্যন্ত অভিযান চলবে। সে ক্ষেত্রে উপরে উল্লেখিত সংখ্যা কিছুটা বাড়তে পারে।

উল্লেখ্য, ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় গত ৩০ সেপ্টেম্বর রাত ১২টা ১মিনিট থেকে ২২দিন দেশের অভ্যন্তরীণ নদ-নদীর ১১ হাজার বর্গকিলোমিটার জলসীমায় ইলিশ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এই সময়ে ইলিশ আহরণ, সংরক্ষণ, পরিবহন, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ ছিল নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩৪   ১৪০ বার পঠিত  |