বুধবার, ১৮ অক্টোবর ২০১৭

মনপুরার মেঘনায় মা ইলিশ শিকারের সময় ৩ জেলেসহ ১ ট্রলার আটক ॥ ২ জনকে জরিমানা ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরার মেঘনায় মা ইলিশ শিকারের সময় ৩ জেলেসহ ১ ট্রলার আটক ॥ ২ জনকে জরিমানা ॥
বুধবার, ১৮ অক্টোবর ২০১৭



---মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥ মনপুরার মেঘনায় অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট,মৎস্য বিভাগ, কোষ্টগার্ড নের্তৃত্বে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় ৩ জেলে, ৫ হাজার মিটার জাল ও ১ টি ট্রলার আটক করেছে অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমান আদালত। আটক ২জনকে ৫ হাজার টাকা করে জরিমানা অন্য ১জনকে জরিমানা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার তার কার্যালয়ে কোট বসিয়ে জেলেদের জরিমানা করেন। জব্দকৃত জাল আগুনে ফুড়িয়ে ফেলা হয়েছে।
মেঘনায় অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের সময় মোঃ আলামিন(১৫),মোঃ জামাল (১৬)ও মোঃ আলামিন (১৭)কে আটক করে মনপুরায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সোহাগ হাওলাদার আটক মোঃ আলামিন ্ও আলামিন কে ৫ হাজার টাকা করে মৎস্য সংরক্ষন আইনে জরিমানা করেন এবং জামালকে জরিমানা ছাড়াই ছেড়ে দিয়েছেণ। জব্দকৃত ৫হাজার মিটার জাল আগুনে পোড়ানো হয়েছে । আটক ট্রলারটি হাজির হাট ঘাটে দফাদারদের জিম্মায় রাখা হয়েছে।
মেঘনায় অভিযান পরিচালনা করার সময় উপজেলা মৎস্য অফিসার আঃ গাফফার,কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ মাহবুব আলম উপস্থিত ছিলেন । মেঘনায় অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ৮:১৮:৫২   ১৭৬ বার পঠিত  |