শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭

চরমানিকায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত- গ্রেপ্তার ১

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরমানিকায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত- গ্রেপ্তার ১
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭



---

।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি: বাড়ির সুপারি পাড়াকে কেন্দ্র করে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বৃহস্পতিবার বিকেলে প্রতিপক্ষ ফারুক ও তার ভাইদের হামলায় আবি আবদুল্লাহ সিকদার (৬৫) ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাত নয়টার সময় দক্ষিণ আইচা থানা পুলিশ হত্যা মামলার অভিযোগ গ্রহন করে লাশ উদ্ধার করে । চরফ্যাশন থেকে ফারুকের ছেলে রায়হানকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করেছে বলে ওসি হানিফ সিকদার সতত্য স্বীকার করেছেন।
এজাহার সুত্র জানান, আবি আবদুল্লাহ মিয়ার বসত বাড়ির মধ্যে পাশ্ববতী বাড়ির ফারুক, অহিদ , রহিমা, ইয়ানুর বেগম প্রবেশ করে গাছের থেকে সুপারি পাড়ে। এ ঘটনা তিনি জানতে পেরে বাগানে গেলে তার উপর প্রতিপক্ষরা হামলা চালালে ঘঁটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী জানান, উক্ত জমির বিরোধ দীর্ঘদিন যাবৎ চলে আসছিল। এ ইউনিয়নের চেয়ারম্যানরা পর্যায়ক্রমে জমির পরিমাপ করে ফয়সালা দিলেও ফারুক গং অমান্য করে জোর পুর্বক দখল করার চেষ্টা করে।

বাংলাদেশ সময়: ১৭:০১:৪০   ১৬২ বার পঠিত  |