মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭

জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম- রাষ্ট্রপতি

প্রথম পাতা » জাতীয় » জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম- রাষ্ট্রপতি
মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭



---

।।ভোলাবাণী।। নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাংলাদেশ ফুড সেফটি কনফারেন্স (নিরাপদ খাদ্য সম্মেলন) উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
তিনি বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম। অনিরাপদ ও অপুষ্টিকর খাদ্য গ্রহণে অনেক সময় দীর্ঘমেয়াদি জটিল স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয় এবং জনস্বাস্থ্য উন্নয়নে বিরূপ প্রভাব পড়ে। এজন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনগণকে সচেতন করা খুবই জরুরি।
নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকায় ‘বাংলাদেশ ফুড সেফটি কনফারেন্স ২০১৭’ অনুষ্ঠিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক সাধুবাদ জানান।
তিনি আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভোক্তার অধিকার ও করণীয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কৃষকদের সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে হবে। বীজ, সার ও কীটনাশক ব্যবহার, প্যাকেটজাতকরণ, সরবরাহ ব্যবস্থা, সংরক্ষণসহ সব ক্ষেত্রেই সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২০:২৮:৫৭   ১০৫৪ বার পঠিত  |