শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭

জাতীয় শোক দিবস উপলক্ষে পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

প্রথম পাতা » প্রধান সংবাদ » জাতীয় শোক দিবস উপলক্ষে পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭



---স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে পাঙ্গাশিয়া ফাজিল মাদ্রাসার মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছগির মাস্টারের সভাপতিত্বে এই শোক সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, পশ্চিম ইলিশা ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন। এসময় স্বাগত বক্তব্য রাখেন, পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও তরুন শিল্প উদ্যোক্তা এম জহিরুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের নির্বাহী সদস্য মোঃ শরিফ হোসেন বাঘা, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জাকির গাজী, সম্পাদক মোঃ জসিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ পলাশ, সম্পাদক মোঃ সবুজ, কৃষকলীগের সভাপতি মোঃ আলী হোসেন, ছাত্রলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, প্রমুখ।
বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে বলে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ যখন সামনে দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশীয় ও বিদেশী ষড়যন্ত্রে মুক্তিযুদ্ধের বিপক্ষের ষড়যন্ত্রকারীরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য নিহতদের বিচার দীর্ঘদিন বাংলার মাঠিতে হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের চিহিœত করে বিচার কার্য শুরু করে। পরবর্তীতে কিছুদিন বিচার কার্য স্থগিত থাকার পর আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় এসে খুনিদের বিচার কার্য শুরু করে। কিছু খুনিদের ফাঁসি কার্যকর হলেও বাকিরা বিভিন্ন দেশে পলাতক রয়েছে তাদেরও এদেশে এনে ফাঁসি কার্যকর হলে বাংলার মানুষ সস্তি পাবে। তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সামনে দিকে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। কিন্তু কোন ষড়যন্ত্র প্রধানমন্ত্রীকে ধাবিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশের উন্নয়ন কাজ করে যাচ্ছেন। বর্তমানে দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। আগামীতে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আমরা উন্নত দেশে পরিনত হবো। তাই আগামী নির্বাচনে আপনার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ বিজয়ী করে আরেকবার দেশের উন্নয়ন কাজ পরিচালনার সুযোগ দিবেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪০   ১৪৩ বার পঠিত  |