বুধবার, ১৬ আগস্ট ২০১৭

বোরহানউদ্দিনে আব্দুল জব্বার কলেজের একাডেমিক ভবনটি ঝুঁকিপূর্ণ ॥ শ্রেণী কার্যক্রম ব্যাহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে আব্দুল জব্বার কলেজের একাডেমিক ভবনটি ঝুঁকিপূর্ণ ॥ শ্রেণী কার্যক্রম ব্যাহত
বুধবার, ১৬ আগস্ট ২০১৭



আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

---ভোলা বোরহানউদ্দিনে ঐতিহ্যবাহি বিদ্যাপিট আব্দুল জব্বার কলেজের পুরাতন একাডেমিক ভবনে ধ্বসে পড়ছে পলেস্তারা। ওই বিল্ডিংয়ে ১৪ তারিখে ১৫ আগস্ট পালনে প্রস্তুতি এবং বৃক্ষ রোপনের কর্মসূচি উদ্যেশে সভা শেষে নিচে নামলে হঠাৎ বিকট শব্দ হয় ভয়ে শিক্ষার্থীরা ছুটাছুটি করে শিক্ষক মন্ডলি উদিগ্ন হয়ে পড়ে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্বিতীয় তলা সহ ১৮টি কক্ষে শ্রেণী কার্যক্রম পরিত্যক্ষ ঘোষনা করে কেচি গেটে তালা ঝুলিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। এতে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম।
অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল মো: মোফাজ্জল হোসেন জানান, ১৯৭৮-৭৯ অর্থ বছরে এ একাডেমিক ভবনটি নিমার্ণ করা হয়। দীর্ঘ দিন ব্যবহৃত হওয়ার ফলে ও সংস্কারের অভাবে একাডেমিক পুরাতন ভবনটি একেবারেই নাজুক হয়ে পড়ে। গত ১৪ আগষ্ট আমরা ১৫ আগস্ট পালনে প্রস্তুতি সভা শেষে নিচে নামলে হঠাৎ বিকট শব্দ পাই। উপড়ে তলায় গিয়ে দেখি বিশাল অংশ নিয়ে ছাদ ধসে পড়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন শিক্ষার্থী সহ শিক্ষকরা। এ কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী, অর্নাসের ৬ টি বিভাগ এবং বিএম শাখা সহ ২০০০ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। কক্ষের সংকটে শিক্ষার্থীদের শ্রেণী পাঠদান ব্যাহত হচ্ছে। তাই তিনি দ্রুত প্রয়োজনী ব্যবস্থা নেয়ার জোরালো দাবী জানান কর্তৃপক্ষের কাছে।
শিক্ষক পরিষদের সম্পাদক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রাখাল মিস্ত্রী জানান, দীর্ঘ দিনের এ বিল্ডিংটি ফিটনেসবিহীন হয়ে পড়ছে। বর্ষার পানি ছাদে ঢুকে পলেস্তারার বড় বড় অংশ বিকট শব্দে ধসে পড়ছে। যার কারনে ওই কক্ষগুলো একাডেমি কার্যক্রমের অনুপযোগি পড়ে।
রোভার ডেন ও ছাত্র পরামর্শ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এইচ,এম মোস্তফা কামাল জানান, তার কক্ষটিও একই সমস্যার কারনে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে।
বাণিজ্য বিভাগের শিক্ষার্থী শিহাব, তামিম, শারমিন হাসান, নুসরাত জাহান সাথী, বিজ্ঞান বিভাগের সিয়াম, মানবিক বিভাগের আলাউদ্দিন জানান, গত ১৪ আগস্ট আমরা ১০২ নং কক্ষে ছিলাম হঠাৎ বিকট শব্দে ১০১ নং কক্ষে পলেস্তারা ধসে পড়ে ভয়ে আমরা ছুটাছুটি করে নিচে নেমে আসি। দ্বিতীয় তলার সকল কক্ষগুলো সহ নিচের অনেক কক্ষের একই অবস্থা। দ্বিতীয় তলা পরিত্যক্ত ঘোষনা করলেও এ ভবনে আমরা অনেক ঝুঁকির মধ্যে নিচের কক্ষে ক্লাস করছি।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস,এম গজনবী জানান, ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ওই ভবনের দ্বিতীয় তলা সহ নাজুক শ্রেণীকক্ষ গুলো পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। বিষয়টি তাৎক্ষনিক ভাবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি কে লিখিত ও মৌখিক ভাবে জানালে তিনি উপজেলা নির্বাহি কর্মকর্তাকে বিষয়টি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূস জানান, ভোলা জেলার মধ্যে কলেজটি অনেক পুরাতন এবং উচ্চ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এ ভবনে মাঝে মধ্যে আমি নিজও ক্লাস নিয়ে থাকি। ভবনটি দীর্ঘ দিন যাবত খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ও উচ্চ শিক্ষার মাধ্যম বিবেচনা করে শিক্ষামন্ত্রনালয়ের কাছে দ্রুত বহুতল ভবনের জন্য চাহিদা পত্র প্রেরণ করবেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬:৫২:২৪   ৩০২ বার পঠিত  |