হজ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব

প্রথম পাতা » ইসলাম ও ধর্ম » হজ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব
মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭



---

।।ভোলাবাণী।। একাধিকবার হজ পালনকারীদের নিরুৎসাহিত করার চেষ্টা শুরু করেছে সৌদি আরব। হজযাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেয়ে এ বছর হজযাত্রীদের নিরুৎসাহিত করার পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি। এজন্য ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে যারা হজ পালন করেছেন, এবার তারা হজে যেতে চাইলে তাদের বাড়তি দুই হাজার রিয়াল ফি ধরা হয়েছে।

সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক্সপ্রেস টিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অহেতুক ভিড় এড়িয়ে নতুনদের সুযোগ করে দিতে সৌদি সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। যাতে করে বারবার হজে আসা ব্যক্তিরা কিছুটা হলেও নিরুৎসাহিত হন।

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, গত বছরও ওমরাহ হজ পালনকারীদের কাছ থেকে বাড়তি ফি আদায় করেছিল সৌদি সরকার। পরপর তিন বছর হজ পালনকারীরা এ বছর সরকারি কিংবা বেসরকারি যেকোনো ভাবেই অাসুক না কেন, দুই হাজার রিয়াল বাড়তি ফি পরিশোধ করতে হবে।

পাকিস্তান থেকে আসা ৬৩৬ জনকে এই বাড়তি ফি পরিশোধ করতে হচ্ছে। তারা যখন পাসপোর্ট গ্রহণ করবেন, সেসময় সৌদি আরবকে ওই অর্থ পরিশোধ করতে হবে। অথবা অক্টোবরে ফিরে যাওয়ার সময়ও মন্ত্রণালয়ে পরিশোধ করতে পারবেন। যারা বেসরকারি কাফেলার সহায়তায় যাবেন, তাদের ওই কাফেলার মাধ্যমে বাড়তি ফি পরিশোধ করতে হবে।

প্রতি বছর হজযাত্রীদের সংখ্যা বাড়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সৌদি সরকার এ ধরনের সিদ্ধান্ত নেয়ার কথা বলছে। নতুন আইনে অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব হবে বলে মনে করছে দেশটি।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

বাংলাদেশ সময়: ১৯:০১:৪২   ১৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম ও ধর্ম’র আরও খবর


নারীরা যেভাবে ইতেকাফ করবেন
পবিত্র মাহে রমজানের ৮ সুন্নত
আল্লাহর যেসব হক আদায় করা মুমিনের কর্তব্য
তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত
আতিথেয়তায় আল্লাহর অনুগ্রহ মিলে যেভাবে
লিবিয়ায় মুসলিম বিজয়ের ইতিহাস
আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী
কাদের জন্য ওমরাহ , এর ফজিলত ও কবুল হওয়ার শর্ত
ধর্মীয় সম্প্রীতির নতুন ভুবন: আমিরাতে একই কমপ্লেক্সে মসজিদ-গির্জা-সিনাগগ
পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান

আর্কাইভ