শুক্রবার, ২৮ জুলাই ২০১৭

শিক্ষার মানোন্নয়নের চেষ্টা অব্যাহত থাকবে -মইনুল হোসেন বিপ্লব

প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষার মানোন্নয়নের চেষ্টা অব্যাহত থাকবে -মইনুল হোসেন বিপ্লব
শুক্রবার, ২৮ জুলাই ২০১৭



---স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।
ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেছেন, শিক্ষার মনোন্নয়নে তার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বাংলাবাজার ফাতেমা খানম কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে কলেজটিকে একটি মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপ দেয়ার চেষ্টা করছেন বলেও জানান। ফলে এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে ফাতেমা খানম কলেজের অর্জন জেলার সেরা। বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলেও শীর্ষ তালিকায় রয়েছে। এ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫১ জন শিক্ষার্থী প্রত্যেককে একটি করে ল্যাপটপ দেয়ার ঘোষনাও দেন কলেজ গভর্নিং বডির সভাপতি সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। বৃহস্পতিবার আনন্দ উৎসব, র‌্যালী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনকালে এ ঘোষনা দেন তিনি।
কলেজের সাড়ে ৩ হাজার শিক্ষার্থীরা বাদ্যের তালে তালে আনন্দ উৎসবের মধ্যদিয়ে ব্যানার ফেষ্টুনসহ র‌্যালী নিয়ে প্রথমে উপশহর বাংলাবাজার এলাকা প্রদক্ষিণ করে। এদের সঙ্গে ছিলেন শিক্ষক ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা। এ বছর এ কলেজ থেকে ৫৭৩জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৬১জন। পরীক্ষায় অনুপস্থিত থাকে ৬ জন। পাশের হার প্রায় ৯৮ ভাগ। জিপিএ-৫ প্রাপ্তিতে বরিশাল শিক্ষা বোর্ডে এ কলেজের অবস্থান দ্বিতীয় স্থানে। ৫৪জন জিপিএ-৫ ও শত ভাগ পাশ করে প্রথম শীর্ষ তালিকায় রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। অপরদিকে ভোলার ফাতেমা খানম কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। গত বছর এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিল ১৮ জন। তাদেরও ল্যাপটপ দেয়া হয়ে ছিল। ওই সময় ঘোষনা দেয়া হয়ে ছিল, আগামীতে যারা জিপিএ-৫ পাবে তাদেরও ল্যাপটপ দেয়া হবে। যত বেশি জিপি-৫, তত ল্যাপটপ। মইনুল হোসেন বিপ্লবের ওই ঘোষনাকে অনুপ্রেরনা মনে করেছে শিক্ষর্থীরা। এমন কথা জানান এবার গোল্ডেন জিপি-৫ প্রাপ্ত মীরা রানী, সামিয়া নুর স্বর্না, তালহা জোবায়ের, রাজিব, রাহিম, ফারিয়া ইসলাম, শাওন, আলামিন, ইফাত হাসানসহ ৫১ জন শিক্ষার্থী। ওই শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া তুলে দেন কলেজ গভনির্ংবডির সভাপতি। আগামী ডিসেম্বরে বিজয়ের মাসে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এদের হাতে ল্যাপটপ তুলে দিবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পশ্চাতপদ এলাকার শিক্ষা বিস্তারে ১৯৯৭ সালে তোফায়েল আহমেদ তার মায়ের নামে এ কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে এ কলেজ থেকে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছিল। গত ৩ বছর বরিশাল শিক্ষা বোর্ডের সেরা তালিকায় স্থান করে নেয় কলেজটি।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে মইনুল হোসেন বিপ্লবকে সংবর্ধিত করা হয়। পরে শিক্ষার্থীদের বরণ করা হয়। এ সময় কলেজ অধ্যক্ষ আবুল কাসেমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি মইনুল হোসেন বিপ্লব, বিশেষ অতিথি চেম্বার অব কমার্সের পরিচালক সফিকুল ইসলাম, ব্যবসায়ী মোঃ কামাল হোসেন, সিনিয়র শিক্ষক আবুল বাশার, শিক্ষক সাংবাদিক অমিতাভ অপু, শিক্ষক মাকসুদুর রহমান, কৃতি শিক্ষার্থীদের পক্ষে ইফাত হোসেন প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানে জেলার সেরা শিল্পদের মধ্যে অংশ নেন উত্তম ঘোষ, ভাস্কর মজুমদার, রেহানা ফেরদৌস, শিশু শিল্পী মেঘা।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৫৫   ২১৬ বার পঠিত  |