বুধবার, ২৬ জুলাই ২০১৭

ভোলায় ভোক্তা অধিকার আইনে পাঁচ ব্যবসায়ীর জরিমানা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ভোক্তা অধিকার আইনে পাঁচ ব্যবসায়ীর জরিমানা
বুধবার, ২৬ জুলাই ২০১৭



---

ইয়াছিনুল ঈমন ।।ভোলাবাণী।। সিনিয়র স্টাফ রিপোর্টার ।। ভোলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অদিদপ্তরের ভোলা জেলার সহকারী পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে একটি মোবাইল টিম শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮,৪৩,৪৫ ও ৪৬ ধারায় ৮হাজার টাকা জরিমানা করেন। এসময় ভোলার খেয়াঘাট এলাকা থেকে মদিনা দধি ও মিষ্টি ঘরের মালিক মো. মফিজুল ইসলামকে নোঙরা পরিবেশে খাবার রাখার জন্য এক হাজার টাকা, একই অভিযোগে ওই এলাকার বিসমিল্লাহ হোটেলের মালিক মোশারেফকে এক হাজার টাকা, কালিনাথ রায়ের বাজার এলাকার শামিম ট্রেডার্স এর মালিক মো. শামিম আহমেদকে পেট্রল মাপে কম দেয়ার অভিযোগে দুই হাজার টাকা, হাওলাদার রাইস এর মালিক মো. সোহেলকে নকল ইন্ডিয়ান তৈল বিক্রির অভিযোগে দুই হাজার টাকা ও আলাউদ্দিন হোটেলের মালিক মো. আলাউদ্দিনকে খাবারের মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান নিয়মিত চালানো হবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

বাংলাদেশ সময়: ১৭:১০:১৬   ২৪১ বার পঠিত  |