সোমবার, ২৪ জুলাই ২০১৭

চরফ্যাশনের মেয়রের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পৌর আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনের মেয়রের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পৌর আওয়ামীলীগের সংবাদ সম্মেলন
সোমবার, ২৪ জুলাই ২০১৭



---মিজান নয়ন,ভোলা বানী ,চরফ্যশন অফিস.

চরফ্যাশন পৌর আওয়ামীলীগের সভাপতি ও  পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথকে জড়িয়ে মিথ্যা ও ষঢ়যন্ত্রমূলক অপপ্রচারের জন্য ভোলা জেলা বাস মালিক সমিতিকে সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে চরফ্যাশন পৌর আওয়ামীলীগঅন্যথায় পৌরবাসী সংঘবদ্ধভাবে বাসমালিক সমিতির স্বেচ্ছাচারিতার জবাব দেবে বলে হুশিয়ার করেছেন চরফ্যাশন পৌর আওয়ামীলীগচরফ্যাশন পৌর আওয়ামীলীগের সভাপতি ও  পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথকে জড়িয়ে ভোলা জেলা বাস মালিক সমিতির  মিথ্যা ও ষঢ়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গতকাল চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুশিয়ারী দেয়া হয়সংবাদ সম্মেলনে বলা হয়েছে- এই মিথ্যাচারের মধ্যদিয়ে  কেবল মেয়র বাদল কৃষ্ণ দেবনাথকেই  হেয় করা হয়নি, হেয় করা হয়েছে আওয়ামীলীগকেও

সংবাদ সম্মেলনে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র অভিযোগ করেছেন-  ভোলা জেলা বাস মালিক সমিতি ব্যবসার অন্তরালে জনগনকে জিম্মি করে জনগনের পকেট কাটছেরমজান মাসের প্রাক্কালে পৌরসভা আয়োজিত পবিত্র রমজান মাসের প্রস্ততি সভায় পৌর সদরের যানজট নিরসনে ভোলাগামী বাসগুলো বাজার ডিপো থেকে এবং দক্ষিণের রুটের বাসগুলো দক্ষিণ ডিপো(বিআরডিবি) থেকে ছাড়ার সিদ্ধান্ত হয়েছিলকিšÍ বাস মালিক সমিতি পরে আর তা কার্যকর করেননিফলে নিত্য দূর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসীতিনি আরো অভিযোগ করেন,গত বছর বাস মালিক সমিতি পৌরসভাকে ৫০ হাজার টাকা টোল প্রদান করে এবং পৌর মেয়রের কাছে বাজার ডিপোর স্টাফদের সুপেয় পানির জন্য একটি গভীর নলকূপ দাবী করেপৌর মেয়র তাদের দাবীর প্রতি সম্মান জানিয়ে একটি নলকূপ স্থাপন করে দেন এবং এবছর পৌর টোল ৫০ হাজার টাকার স্থলে স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাস প্রতি ২০ টাকা হারে  ধার্য করা হয়েছে স্থানীয় বাস মালিক সমিতির তথাকথিত প্রতিনিধিরা বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে বলে সময় ক্ষেপণ করেনইতোমধ্যেই ভোলা জেলা বাস মালিক সমিতির নেতারা পৌর টোলের বিষয়টি সুরাহা না করে মেয়রের বিরুদ্ধে  চাঁদাবাজির অভিযোগ তুলে চরফ্যাশন পৌরবাসীকেই হেয় ও অপদস্থ করেছেন বলে আমরা মনে করি

সংবাদ সম্মেলনে বলা হয়- কোন ক্ষমতার দাপটেই পৌরবাসীকে জিম্মি করা যাবেনাকোন হুমকী ধামকী কিংবা অপকৌশল করে পৌরসভার সদর রোডের যত্রতত্র  বাস স্ট্যান্ড করে রাখা কিংবা যানজট সৃষ্টির মতো অপতৎপরতা চলতে দেয়া হবে নাসংবাদ সম্মেলনে পৌর আওয়ামীলীগ এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেনএদিকে চরফ্যাশন প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির নির্বাহী সদস্য এবং চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথকে জড়িয়ে ভোলা জেলা বাস মালিক সমিতির মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে চরফ্যাশন প্রেসক্লাবপ্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজান সভাপতিত্বে রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত প্রতিবাদ সভায়বক্তব্য রাখেন-সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র, সাবেক সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শিপু ফরাজি, সহসভাপতি  ইয়াছিন আরাফাত, শহিদুল ইসলাম দুলাল,  আমির হোসেন, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম জামাল, দপ্তর সম্পাদক মিজান নয়ন, বার্তা সম্পাদক কামরুল সিকদার, প্রচার সম্পাদক অশোক সাহা, সাহিত্য সম্পাদক নোমান সিকদার, ধর্মবিষয়ক সম্পাদক মাইন উদ্দিন জমাদার প্রমূখ

 

বাংলাদেশ সময়: ২১:০১:০৩   ২৩৯ বার পঠিত  |