রবিবার, ২৩ জুলাই ২০১৭

এইচএসসির ফল জানা যাবে যেভাবে

প্রথম পাতা » প্রধান সংবাদ » এইচএসসির ফল জানা যাবে যেভাবে
রবিবার, ২৩ জুলাই ২০১৭



---।।ভোলাবাণী।। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার অংশ নেয়া প্রায় ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ (রোববার)। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরা হবে। এর পরপরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইচএসসির ফল প্রকাশ করা হবে।

প্রতিবারের মতো এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করেও জানা যাবে ফল। দুপুর দেড়টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে।

বাংলাদেশ সময়: ১১:০২:৫৬   ২১২ বার পঠিত  |