শনিবার, ২২ জুলাই ২০১৭

বোরহানউদ্দিনে ২টি সরকারী প্রাথমিক স্কুলে ‘‘মিড ডে মিল’’ কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে ২টি সরকারী প্রাথমিক স্কুলে ‘‘মিড ডে মিল’’ কার্যক্রমের উদ্বোধন
শনিবার, ২২ জুলাই ২০১৭



---

আবদুল মালেক।।ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলার ১৪ নং ছোট মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৩ নং মঠখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার দুপুরে ‘‘ মিড ডে মিল’’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: আমজাদ হোসেন ও মো: আবুল বাসার প্রমূখ সহ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল দু’টির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে উন্নত মানের টিফিন বক্স বিতরণ করা হয়। এ নিয়ে উপজেলায় মোট ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাদরাসায় এ কার্যক্রম গ্রহণ করা হল। ২০১৭ সালের মধ্যে উপজেলার সকল প্রতিষ্ঠানে এই কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা। ইউএন’ও তার বক্তৃতায় অভিভাবকদের বাল্য বিবাহ বন্ধ ও পরিবার পরিকল্পনা গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে বিশেষ ভাবে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১০:২২:২৭   ১৬৪ বার পঠিত  |