মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

‘ভোলার নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে’- পানি সম্পদ মন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘ভোলার নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে’- পানি সম্পদ মন্ত্রী
মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭



 

---

ইয়াছিনুল ঈমন ।।সিনিয়র স্টাফ রিপোর্টার ।।ভোলাবাণী।। পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ বলেছেন, ‘ভোলার নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে’।নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষকে স্থায়ী ঠিকানা দেয়া হবে। এখন আর কোন মানুষকে গৃহহারা হতে হবে না।ভাঙ্গন রোধে ২ হাজার কোটি টাকার উপরে বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভেলা সদরের ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের কাজের পরিদর্শনকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী মেঘনা, এ নদীর ভাঙ্গন প্রবণতা বেশি। আমরা এ নদী শাসনের লক্ষে কাজ করছি। কারণ বর্তমান সরকারের সামর্থ্য রয়েছে। এদেশ এখন আর গরীব দেশ হিসাবে পরিচিত নয়।

ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোয়ার মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বীর প্রতীক।

সভা শেষে মন্ত্রী নৌযান যোগে ইলিশা হয়ে রাজাপুর পর্যন্ত ভাঙ্গন রোধের কাজের পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ভোলার দৌলতখান উপজেলার মেঘনার ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শন করেন।পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৫২   ২৭৮ বার পঠিত  |