লালমোহনে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে চাল ও শাড়ী বিতরণ করেছেন-এমপি শাওন

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে চাল ও শাড়ী বিতরণ করেছেন-এমপি শাওন
শুক্রবার, ২৩ জুন ২০১৭



---

আমজাদ হোসেন, (লালমোহন প্রতিনিধি) ভোলাবাণী: ঈদে ঘর মুখো মানুষের কষ্ট লাঘব করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সড়ক মহা সড়কগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা করেছেন। বাস, লঞ্চ,রকেট,ফেরি ইত্যাদির অতিরিক্ত সার্ভিস সুবিধা প্রধান করেছেন। গরীব অসহায় মানুষের এই ঈদে বাড়তি আনন্দ পাবার জন্য চাল,অর্থ দেয়ার ব্যবস্থা করেছেন।

শুক্রবার উপজেলার মঙ্গল সিকদারের নুরুল্লা বাজারে ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ কালে এসব কথা বলেন ভোলা-৩, আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

শুধু একজন সংসদ সদস্য হিসেবে টানা দুই মেয়াদে সফলতার সাথে দায়িত্ব পালনে জনগনের অহংকার মানবতার সেবক নন্দিত জননেতা এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। জীবন পথে যেখানেই হাত রেখেছেন সেখানেই সিমাহীন সফলতায় জয়ের মুকুটে আসীন হওয়ার সৌভাগ্য পেয়েছেন আর পাবেনও আমৃত্যু পর্যন্ত এমনটাই মন্তব্য করছেন সাধারণ জনগণ। এতো কর্মময় ব্যস্ততার মাঝেও ধর্মের প্রতি আকাশসম প্রাণের টানের প্রমান মিলেছে বারংবার।

আল্লাহর নৈকট্য লাভ প্রত্যাশা ধর্মের প্রতি সিমাহীন ভালোবাসায় কখনো কখনো নদীর তীরে খোলা আকাশের নিচেও নামাজ আদায় করেছেন এমপি শাওন। এবার নিজ নামে নাজিরপুর লঞ্চ ঘাটে মসজিদ নির্মান কাজের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন কালে একজন এমপি হয়েও নিজেই রাজ শ্রমীকের দায়িত্ব পালন করেছেন হাস্যজ্বলতায়।মাথায় নিয়েছেন বালি সিমেন্ট মেশানো ধাতব পাত্র।

এরপর তার কলেজ পাড়ার বাসভবনে গরীব অসহায় মহিলাদের মাঝে শাড়ী ও নগদ অর্থ বিতরণ করেছেন এমপি নিজে এবং তার সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না।

এরপর নেতা কর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক পরিদর্শন করে সেগুলো দ্রুত সংস্কারের জন্য নির্দেশ দিয়েছেন এমপি শাওন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন আ’লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃ বৃন্দ এবং ইউনিয়ন চেয়ারম্যান গণ।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২৪   ২৯৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ