শুক্রবার, ১৬ জুন ২০১৭

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ব্যঙ্গ ও আপত্তিকর পোস্ট দেয়ায় যুবক গ্রেফতার

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ব্যঙ্গ ও আপত্তিকর পোস্ট দেয়ায় যুবক গ্রেফতার
শুক্রবার, ১৬ জুন ২০১৭



।।ভোলাবাণী।। কুমিল্লায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে ব্যঙ্গ ও আপত্তিকর পোস্ট দেয়ায় রায়হান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার মুরাদনগর উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রায়হান চৌধুরী ওই উপজেলার বাখরনগর গ্রামের আবু তৈয়ব চৌধুরীর ছেলে।

জানা যায়, উপজেলার বাখরনগর গ্রামের রায়হান চৌধুরী (২৮) দীর্ঘদিন যাবত ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা কটূক্তি ও ব্যঙ্গ ছবি পোস্ট করে আসছিল। বৃহস্পতিবার সে তার ফেসবুক আইডিতে বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে অশ্লীল ও কুরুচীপূর্ণ বক্তব্য পোস্ট করলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এ নিয়ে বিকেলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তাদের উপর চড়াও হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীসহ স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক শরীফ খাঁন বাদী হয়ে রায়হান চৌধুরীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় রায়হানকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৬:১৮   ১৮৬ বার পঠিত  |