শনিবার, ১০ জুন ২০১৭

মাদকের কারনে আজ সমাজে অপরাধ বেড়েই যাচ্ছে-এমপি শাওন।

প্রথম পাতা » প্রধান সংবাদ » মাদকের কারনে আজ সমাজে অপরাধ বেড়েই যাচ্ছে-এমপি শাওন।
শনিবার, ১০ জুন ২০১৭



---।।ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি:

ভোলা-৩ অসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, মাদকের কারন আজ সমাজে অপরাধ বেড়েই যাচ্ছে। তাই প্রতিটি পরিবারকে তার সন্তান সম্পর্কে সতর্ক থাকা উচিত। সম্প্রতি সময়ে লালমোহনের তিথির মৃত্যুর ঘটনায় তার স্বামী রুবেলের মাদক সেবনই দায়ী। তার পরিবার যদি পূর্বে সতর্ক থাকতো এবং পুত্র হিসেবে রুবেলকে শাসন করতো তাহলে তিথিকে নির্মম ভাবে মৃত্যু বরন করতে হতো না। তিথির মৃত্যুর ঘটনায় অবশ্যই সঠিক বিচার হবে। শুক্রবার লালমোহন পৌরসভার পঞ্চায়েত বাড়ী জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পূর্বে এসব কথা বলেন এমপি শাওন,
তিনি আরো বলেন, অপরাধী যতো বড় নেতাই হোক মাদক সেবনকারীদের ছাড় দেয়া হবে না। ইতিপূর্বে লালমোহনে মাদক বিক্রেতাদের পুলিশ গ্রেফতার করেছে। জুম্মার নামাজ শেষ করে আওয়ামীলীগ কর্মী আলমগীর পঞ্চায়েত ও ইউপি মেম্বার নোয়াব বকশির মায়ের কবর জিয়ারত শেষে বিকালে উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুনু অর রশিদের পিতা মোজহার মিয়ার কবর জিয়ারত করেন এমপি শাওন ।এছাড়া ও লালমোহন উপজেলা হল রুমে, উপজেলা পরিষদের মাষিক সমন্বয় সভা,দোয়া ও ইফতার মাহফিলে অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শাওন। উক্ত ইফতার মাহফিলে উপজেলার ইউনিয়নের সকল চেয়ারম্যান ও মেম্বার গন উপস্থিত ছিলেন। এবং মাগরিবের নামাজ শেষে সম্প্রতি ঘটে যাওয়া মহিলা কলেজের ছাত্রী মাহমুদা মেহের তিথির কবর জেয়ারত করেন এমপি শাওন।তিনি আরও বলেন রুবেলকে পাঁচ দিন রিমান্ডে নেয়া হয়েছে,তার বিচার ঠিকই হবে।

বাংলাদেশ সময়: ১০:২৩:১৯   ৩০৯ বার পঠিত  |