শুক্রবার, ৯ জুন ২০১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি

প্রথম পাতা » খেলাধূলা » বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি
শুক্রবার, ৯ জুন ২০১৭



---।।ভোলাবাণী।। চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচগুলোর রোমান্স পণ্ড করে দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে গ্রুপের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া টানা দুটি ম্যাচে তারা তাদের পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে নিউজিল্যান্ডের।

চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু এ ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। সকাল থেকে কয়েক দফা বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে টস হতে পারেনি।

কার্ডিফের আবহাওয়া প্রতিবেদনে দেখা যাচ্ছে, আজ কার্ডিফের সর্বনিম্ন ১২ ডিগ্রিতে সেটা নেমে আসার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ১৯ কিলোমিটার। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। দুপুরের এরপরই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মেঘে ঢেকে থাকবে কার্ডিফের আকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ডের এই ম্যাচে বৃষ্টি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। কিউই-দের বিপক্ষে এই ম্যাচকে বাংলাদেশের জন্য ‘অঘোষিত ফাইনাল’ বলা চলে। যার জন্য এই ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। আর জয় পেলে টিকে থাকবে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা। সেক্ষেত্রেও শর্ত রয়েছে। সবার প্রথমে সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে হারতে হবে। নতুবা যদি কোন কারণে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ ড্র হয়ে যায় তবুও বাংলাদেশ উঠে যাবে সেমিফাইনালে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০৫   ১৪৪ বার পঠিত  |