শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬

বাণিজ্য পরিবেশ উন্নয়নে সন্তোষ প্রকাশ ইইউ’রঃবাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » বাণিজ্য পরিবেশ উন্নয়নে সন্তোষ প্রকাশ ইইউ’রঃবাণিজ্যমন্ত্রী
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬



---ভোলা বাণী : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের বাণিজ্য পরিবেশ উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এ ক্ষেত্রে চলমান সমস্যা চিহ্নিত করে তা যুক্তিসংগত সমাধানের জন্য গঠিত ৫টি ওয়ার্কিং গ্রুপ সফলভাবে কাজ করে যাচ্ছে।’
বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্বিতীয় ইউরোপিয়ান ইউনিয়ন- বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ’- শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ ইইউ’র সাথে চলমান বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন ফার্মাসিটিক্যাল সেক্টর, ফাইনানশিয়াল ফ্লো, ইমপোর্ট ডিউটি কাস্টমস ট্রেড ফেসিলিটেশন, লাইসেন্স এন্ড ইনভেস্টমেন্ট ইন দি সার্ভিস সেক্টর এবং ট্যাক্স রিজিম বিষয়ে ৫টি ওয়াকিং গ্রুপ কাজ করে যাচ্ছে। আলাপ আলোচনার মাধ্যমে চলমান সমস্যাগুলো সমাধান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৪০:৩১   ১৫৪ বার পঠিত  |