আমদানির দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে ছোলা

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » আমদানির দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে ছোলা
রবিবার, ২১ মে ২০১৭



---ভোলাবাণী: প্রতি কেজির আমদানি মূল্য ৪৪ টাকা

 খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৯০ টাকায়

রমজানে দাম আরো বাড়তে পারে
পর্যাপ্ত মজুদের পাশাপাশি আমদানি মূল্য কম, তারপরও বাড়ছে ছোলার দাম। পবিত্র রমজানে ইফতারির অন্যতম এই উপকরণটির দাম গত এক মাসের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে ৭ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। অথচ দাম বাড়ার কোনো কারণ নেই। গতকাল শুক্রবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হয় ৮৫ থেকে ৯০ টাকায়। কিন্তু এক মাস আগে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে ৭৮ থেকে ৮০ টাকায়।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারাদেশে সাশ্রয়ী মূল্যে প্রতি কেজি ছোলা ৫৫ টাকায় বিক্রি করলেও তা চাহিদার তুলনায় খুবই কম হওয়ায় খুচরা বাজার থেকে ভোক্তাদের বেশি দরেই ছোলা কিনতে হচ্ছে। অথচ গত ৩০ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা কমিটির সভায় ব্যবসায়ীরা রমজানে পণ্য সরবরাহ ঠিক রেখে দাম না বাড়ানোর অঙ্গীকার করেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দুই লাখ ১৫ হাজার টন ছোলা আমদানি করা হয়েছে। যার আমদানির মূল্য ৯৫০ কোটি টাকা। এ হিসেবে প্রতি কেজি ছোলার আমদানি মূল্য পড়ে ৪৪ টাকা। কিন্তু বর্তমানে বাজারে প্রতি কেজি ছোলার খুচরা মূল্য ৮৫ থেকে ৯০ টাকা। অর্থাত্ আমদানির দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ছোলা। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে ছোলার আমদানিও বেড়েছে। গত বছর ছোলা আমদানি হয়েছিল এক লাখ ৬৫ হাজার টন। এ হিসেবে চলতি অর্থবছরে গত বছরের ৫০ হাজার টন বেশি ছোলা আমদানি হয়েছে।

এদিকে চলতি অর্থবছরে আমদানিকৃত ছোলার ৬০ শতাংশ এনেছে ৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে সর্বাধিক ৫৭ হাজার টন ছোলা এনেছে স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড। এছাড়া সিলভার ডাল অ্যান্ড মিলস লিমিটেড ২৮ হাজার টন, মেসার্স এনআর ট্রেডিং ২৪ হাজার টন, রুবি ফুড প্রোডাক্টস লিমিটেড ১৬ হাজার ৩৪৫ টন, গাজী ট্রেডিং সাড়ে ৯ হাজার টন, ফ্লেটচার ইন্টারন্যাশনাল এক্সপোর্ট লিমিটেড ৮ হাজার ৮০০ টন, লাকী ট্রেডিং প্রায় ৮ হাজার টন, ইসলাম ব্রাদার্স ২ হাজার ৭০০ টন ও রিলায়েন্স করপোরেশন ২ হাজার ৪০০ টন ছোলা আমদানি করেছে।

সংশ্লিষ্টরা বলেছেন, দেশে ছোলার পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু এক শ্রেণির ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যটির দাম বাড়াচ্ছে। অথচ পৃথিবীর অন্যান্য দেশে ব্যবসায়ীরা উত্সব-পার্বণে পণ্যের দাম উল্টো কমিয়ে দেয়।

কাওরান বাজারে একটি জেনারেল স্টোরের বিক্রেতা কবির জানান, পাইকারি বাজারে ছোলার দাম বাড়তি। তাই খুচরা বাজারেও দাম বেড়েছে। বর্তমানে পাইকারি বাজার থেকে এক বস্তা ছোলা কিনতে হচ্ছে ৩ হাজার ৯০০ টাকায়। এর সাথে পরিবহন ও অন্যান্য খরচ রয়েছে। কিন্তু এক মাস আগে এক বস্তা ছোলার দাম ছিল ৩ হাজার ৭০০ টাকা। এছাড়া খুব ভালো মানের ছোলার দাম বস্তায় আরো ২০০ টাকা বেশি। তিনি বলেন, পাইকারি বাজারে দাম কমলে খুচরা বাজারেও ছোলার দাম কমবে।সুত্র-ইত্তেফাক

বাংলাদেশ সময়: ১০:০৬:০৯   ২২১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ