শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬

৫ দিনব্যাপী ভোলা জেলা রোভার মুট উদ্ভোধন করেন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ৫ দিনব্যাপী ভোলা জেলা রোভার মুট উদ্ভোধন করেন
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬



---ভোলা বাণী: প্রযুক্তি ও সম্প্রীতির বন্ধনে রোভারিং এই শিরোনামকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভারের উদ্যোগে ৫ দিনব্যাপী ভোলা জেলা রোভার মুট উদ্ভোধন করেন। গত ০৭ ডিসেম্বর বুধবার থেকে ভোলার সর্বোচ্চ বিদ্যাপিঠ ভোলা সরকারি কলেজর মাঠে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে রোভার মুটের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মোঃ সেলিম উদ্দিন। ভোলা জেলা রোভারের কমিশনার ও ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতারের সভাপতিত্বে ও ভোলা জেলা রোভার সম্পাদক মোঃ কামাল হোসেন সঞ্চালনায় এতে পস্থিত ছিলেন আলতাজের বহমান কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরী , নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান,ওবায়দুল হক কলেজের অধ্যক নুুরশেদ আলম চৌধুরী, ভোলা ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিয়াউল হক, ভোলা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম সহ অন্যান্যরা। বক্তব্যে বক্তারা বলেন, একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য স্কাউট আন্দোলনের কোন
বিকল্প নেই। বর্তমান সময়ে মাদক ও নেশার যে সয়লাব হয়েছে তা থেকে মুক্তির জন্য রোভার
স্কাউটিং এর সম্প্রসারণের ওপর তিনি গুরুত্ব আরোপ
করেন। রোভার মুটে ভোলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের রোভার, গার্ল-ইন-রোভার ও শিক্ষক অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১০:৪০:৪৯   ১৪০ বার পঠিত  |