বৃহস্পতিবার, ৪ মে ২০১৭

বরিশালে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

প্রথম পাতা » বরিশাল বিভাগীয় সংবাদ » বরিশালে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ
বৃহস্পতিবার, ৪ মে ২০১৭



---ভোলাবাণী: বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে ২ ছাত্র আহত হয়ছেন।

বুধবার বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।পরে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতরা হলেন, ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের চতুর্থ পর্বের ছাত্র জাকারিয়া ও মাহামুদুল।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং আসাদুজ্জামান ফাহিম গ্রুপে বিভক্ত। রাজ্জাকের অনুসারী সিভিল বিভাগের চতুর্থ পর্বের তায়েব পূর্ব শক্রতার জের ধরে ফাহিম অনুসারী ইলেক্ট্রনিক্স বিভাগের চতুর্থ পর্বের ছাত্র জাকারিয়াকে বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করে। পরে এ নিয়ে ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, পলিটেকনিক ক্যাম্পাসে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফের অনাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৭:০১   ১৪৭ বার পঠিত  |