শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন

প্রথম পাতা » প্রধান সংবাদ » জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪



ছোটন সাহা।।ভোলাবাণী।।

জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকা গুহ ২য় স্থান অর্জন করেছেন।
শরিবার (২৭ এপ্রিল) ‘নৃত্যাঙ্গন’ চুড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে স্বস্তিকা গুহ একক নৃত্যে দ্বিতীয় হয়েছেন।

 

লোকনৃত্য শিল্পি ভোলার মেয়ে স্বস্তিকা গুহ

এর আগে, গত ২৪ এপ্রিল আন্তর্জাতিক নৃত্যদিবস উপলক্ষে নৃত্যাঙ্গণ এর আয়োজনে অনুষ্ঠিত হয় দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘সেরার সেরা স্বর্ণপদক ২০২৪’। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় লোকনৃত্যের ‘খ’ বিভাগের শাখায় তিনি অংশগ্রহন করেন স্বস্তিকা গুহ। সারাদেশ থেকে অসংখ্য প্রতিযোগীর সাথে স্বস্তিতা গুহ অংশগ্রহন করে।

এদিকে জাতীয় পর্যায়ে এই প্রথমবারের মত চুড়ান্তভাবে নির্বাচিত হয়ে ভোলার মুখ উজ্জ্বল করেছেন এ নৃত্যশিল্পী। এমন সফলতায় আরও দুর এগিয়ে যাওয়ার অনুপ্রেরনা পাবেন মনে মনে করছেন স্বস্তিকা গুহ।

তিনি বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, পুরো ভোলাবাসীর। এ্যাওয়ার্ডটি আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। আমি আয়োজকদের কাছে কৃতজ্ঞ।

এদিকে জজাতীয় পর্যায়ের এমন অর্জনে প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই তাকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন।
ভোলার নৃত্য শিল্পী স্বস্তিকা গুহ স্থানীয় পর্যায়ে সুনাম অর্জনের পর এবারই প্রথমবারের মত জাতীয় পর্যায়ে অংশগগ্রহন করে সফলতা পেয়েছেন। এছাড়াও স্থানীয় পর্যায়ে তিনি নৃত্যের বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করে একাধিক পুরস্কার পেয়েছেন।

নৃত্যাঙ্গনের এ প্রতিযোগীতায় দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য প্রতিযোগী অংশগ্রহন করলেও ভোলা থেকে তিনি অংশ নিয়েছিলেন।
স্বস্তিকা গুহ ছোটবেলা থেকে নৃত্য চর্চা করে আসছেন। দক্ষতা আর মেধার সাথে প্রশিক্ষণ নিয়ে একাধিক প্রতিযোগীতায় অংশগ্রহন ও সুনাম অর্জনের পাশাপাশি পেয়েছেন অসংখ্য পুরস্কার। এবারও জাতীয় পর্যায়ে সফল হলেন তিনি। ভবিষ্যতে নৃত্যে প্রতিষ্ঠা পেতে চান এ শিল্পী।

বাংলাদেশ সময়: ২১:১১:৩৪   ৭৬ বার পঠিত  |