মঙ্গলবার, ২ মে ২০১৭

হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি; পাইবোর ৩ প্রকৌশলী বরখাস্ত

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি; পাইবোর ৩ প্রকৌশলী বরখাস্ত
মঙ্গলবার, ২ মে ২০১৭



---

ভোলাবাণী: হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির আশ্রয় নেয়ায় পানি উন্নয়ন বোর্ড- পাইবোর সিলেটের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নির্দেশে এ তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্নীতির বিষয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে আজকের (মঙ্গলবার) মধ্যেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হবে।

উল্লেখ্য, উজান থেকে মেনে আসা পাহাড়ী ঢল ও অতি বৃষ্টিতে গত ২৯ মার্চ সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের হাওর অঞ্চল বন্যায় প্লাবিত হয়। বন্যায় হাওরের বোরো ধান নষ্ট হয়ে যায়। সরকারি হিসাবে এক হাজার ৭৬ টন মাছ মারা গেছে, হাঁস মারা গেছে ৩ হাজার ৮৪৪টি।

অভিযোগ উঠে হাওরাঞ্চলে সময় মতো বাঁধ নির্মাণ ও সংস্কার না হওয়ার কারণে বন্যায় এ ক্ষয়ক্ষতি হয়েছে।

হাওর এলাকায় আগাম বন্যা ও হওরের ফসল বিনষ্ট হওয়ার কারণ ও বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে গত ৯ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে পানি উন্নয়ন বোর্ড। গত ৩০ এপ্রিল এ কমিটি পুনর্গঠন করে পানি সম্পদ মন্ত্রণালয়। এ কমিটিকে ৩ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:২৫   ১৮০ বার পঠিত  |