মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি॥
মনপুরায় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান মুজিববর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরের (আশ্রয়ন প্রকল্পের নির্মানাধীন ৫ম ধাপের ) কাজ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন এবং বিদ্যালয়ের প্রাঙ্গনে শহীদ মিনার উদ্ভোধন করেন।

বুধবার সকাল ১০টায় চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহিদ মিনার উদ্ভোধন ,হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শন শেষে মুজিব বর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর (৫ম ধাপের আশ্রয়ন প্রকল্পের নির্মানাধীন ঘর )সরজমিনে পরিদর্শন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।
বিদ্যালয় পরিদর্শনকালীন উপস্থিত শিক্ষক,ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিতিথি ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন,আজকের ছাত্র-ছাত্রীরা আগামি দিনের দেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে শিক্ষার্থীরা মনযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। তোমরা ভবিষ্যতে কি হবে তা এখনই সিদ্বান্ত নিতে হবে। তোমরাই হবে স্মাষ্ট বাংলাদেশের নাগরিক। প্রধান অতিথি আরও বলেন, তোমরা সবাই বাল্য বিবাহকে না বলতে হবে। বাল্যবিবাহের সমসাগুলো তিনি তুলে ধরেন।
এছাড়াও ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান সাথে মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহম্মদ এর নের্তৃত্বে সৌজন্য সাক্ষাত করলে তিনি কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা ঘোষনা করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তামিম আল ইয়ামিন, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খান মোঃ টিপু সুলতান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনিল দেবনাথ,সহকাররি শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল বারি, গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইউনুছ,প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ গনমাধ্যম কর্মী।
উল্লেখ্য জেলা প্রশাসক মঙ্গলবার ইউএনও অফিস,থানা,উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন।
ক্যাপসনঃ
পিক ১,২,৩,৪ মনপুরায় ভোলা জেলা প্রশাসক বিদ্যালয় পরিদর্শন ,শহিদ মিনার উদ্ভোধন,
বাংলাদেশ সময়: ২১:৩৪:০৪ ১৪৮ বার পঠিত | আরিফুজ্জামানআশ্রয়ন প্রকল্পউপহারজেলা প্রশাসকবিদ্যালয় পরিদর্শনমুজিববর্ষশেখ হাসিনা